পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্নান করতে গিয়ে কংসাবতীর জলে তলিয়ে মৃত্যু শিশুর

কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে ভেসে গেল বছর সাতের এক শিশু ৷ দিদার সঙ্গে স্নানে গিয়েছিল ওই শিশুটি ৷ সঙ্গে তার বোনও ছিল ৷ স্নান করে বাড়ি ফিরতে বলা হলেও, কোনওভাবে সে নদীর জলে ভেসে যায় ৷

a-child-drowned-in-kangsabati-river-while-bathing-in-jhargram
স্নান করতে গিয়ে কংসাবতীর জলে তলিয়ে মৃত্যু এক শিশুর

By

Published : Jun 6, 2021, 7:48 PM IST

ঝাড়গ্রাম, 6 জুন : নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল সাত বছরের এক শিশুর । রবিবার ঝাড়গ্রাম থানার বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের পায়রাগুড়ি গ্রামের ঘটনা । মৃত শিশুর নাম মনীষা পৈড়া । মনীষা পায়রাগুড়ি গ্রামীণ স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ৷

পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ওই শিশুটি তাঁর চার বছরের বোনকে সঙ্গে নিয়ে কংসাবতী নদীতে স্নান করতে গিয়েছিলেন তাদের দিদা ৷ তিনি দু’জনকেই স্নান করানোর পর বাড়ি ফিরে যেতে বলেন ৷ তার পর তিনি নদীতে জামা কাপড় ধুতে শুরু করেন । জামা কাপড় ধুয়ে, স্নান করে বাড়িতে ফিরে তিনি দেখেন মনীষা বাড়িতে নেই ৷ তার ছোট বোন একা রয়েছে ৷ মনীষা কোথায় জানতে চাওয়া হলে, সে জানায় তার দিদি নদীতে ভেসে গেছে ।

আরও পড়ুন :দেড় মাসের মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ

4 বছরের শিশুর মুখে এ কথা শোনার পরেই হইচই পড়ে যায় গ্রামে । গ্রামবাসীরা কংসাবতী নদীতে নেমে খোঁজ শুরু করে । বৃষ্টি হওয়ার কারণে নদীতে জলের স্রোত ছিল প্রবল ৷ প্রায় ঘণ্টা দু’য়েকের গ্রামবাসীরা খোঁজার পর নদী ঘাট থেকে প্রায় 50-60 মিটার দূরে শিশুটির দেহ উদ্ধার হয় । ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে পাঠায় ।

ABOUT THE AUTHOR

...view details