ঝাড়গ্রাম, 4 জানুয়ারি:অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি মাধ্যমে শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন-সহ একাধিক দাবিকে সামনে রেখে বুধবার 12 ঘণ্টার 'রাজ্যব্যাপী রোড চাকা জ্যাম' শুরু করল ভারত জাকাত মাঝি পারগানা মহল (Bharat Jakat Majhi Pargana Mahal) ।
এদিন সকাল ছ'টা থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু হয়েছে। এই পথ অবরোধ চলবে সন্ধ্যা ছ'টা পর্যন্ত । ঝাড়গ্রাম শহরের মধ্যে পুরাতন ঝাড়গ্রাম এলাকার সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড়ে লোধাশুলী হয়ে ঝাড়গ্রাম ঢোকার পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেছে পারগানা মহল । জামবনী ব্লকের পড়িহাটি, চিল্কিগড় অবরোধ করা হয়েছে। নয়াগ্রামের খড়িকামাথানি, গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়, কলকাতা-মুম্বই ছ'নম্বর জাতীয় সড়কে ফেঁকো মোড়ে এবং গজাশিমুলের কাছেও অবরোধ করা হয়েছে । শিলদা চক, চাকাডোবা, ঝাড়গ্রাম-মেদিনীপুর রাস্তায় ধেরুয়ার কাছে এছাড়াও রামগড়েও অবরোধ করা হয়েছে পারগানা মহলের পক্ষ থেকে।
পারগানা মহলের অবরোধের জোরে স্তব্ধ হয়ে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ প্রায় পুরো জঙ্গলমহল । এদিনের অবরোধের মূল দাবিগুলি হল, অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা । সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে অবিলম্বে স্থায়ী শিক্ষক নিয়োগ, ভলান্টিয়ারি শিক্ষকদের পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করা । প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধ্যমের কলেজ তৈরি করা। সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ, সঠিক সময়ে পাঠ্যপুস্তক প্রদান করা । সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমের পোস্ট গ্যাজুয়েট অবিলম্বে চালু করা ।