জলপাইগুড়ি, 14 সেপ্টেম্বর : জ্বরে আক্রান্ত হয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন 95 জন শিশুর আজ পাঁচ রকমের টেস্ট করা হয় । সব শিশুর রিপোর্ট নেগেটিভ এলেও একজনের দেহে ডেঙ্গুর জীবাণু মিলেছে । শিশুরা অন্য কোনও ভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে দশজনের নমুনা কলকাতায় পাঠানো হয়েছে ।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, শিশুদের এনএস ওয়ান, ডেঙ্গু, চিকেনগুনিয়া, জাপানি এনসেফালাইটিস, স্ক্রাব টাইফাস টেস্ট করানো হয় । এই টেস্টগুলোতে সব শিশুর নেগেটিভ এসেছে বলে জানান উত্তরবঙ্গের জন স্বাস্থ্য বিভাগের ওএসডি (OSD) ডাঃ সুশান্তকুমার রায় । তিনি বলেন, "একটি শিশু ডেঙ্গু পজিটিভ । বাকিরা অন্য কোনও ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা তা জানার জন্য আমরা দশটি শিশুর নমুনা কলকাতায় পাঠিয়েছি । আজ রাতেই কলকাতায় পৌঁছে যাবে নমুনা ।" ওএসডি (OSD) আরও জানান, চলতি মাসের পয়লা তারিখ থেকে আজ পর্যন্ত 329 জন শিশু ভর্তি হয়েছে । এর মধ্যে অনেকের ছুটিও হয়েছে । এই সময়টা প্রতিবছরই শিশুরা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয় । তবে গতবছর সংখ্যাটা ছিল কম ৷ তিনি বলেন, " প্রত্যেক ব্লকে ব্লকে আমরা টিমকে সতর্ক করেছি । কোনও এলাকায় শিশুর জ্বর হলেই তাদের হাসপাতালে নিয়ে আসার কথা বলা হয়েছে ।"