জলপাইগুড়ি, 15 অগস্ট:জলপাইগুড়িতেবিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের ৷ ঘটনায় আহত হয়েছে তিন বছরের শিশু-সহ মহিলা ৷ তাঁরা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ মৃতের নাম সুপ্রিয় মণ্ডল (36) ৷ মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পাড়া এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবেকানন্দ পাড়া এলাকার রাস্তার পাশে একটি কলা গাছ আচমকাই বিদ্যুতের তারের উপর পড়ে যায় ৷ এর জেরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রাস্তায় মধ্যে । ঘটনায় একই পরিবারের তিনজন বিদ্যুৎপৃষ্ট হন । ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন সুপ্রিয়র মা ও ভাইঝি ৷ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সুপ্রিয়র ভাইঝি এবং মায়ের উপর । তা দেখে দৌড়ে ঘটনাস্থলে আসেন সুপ্রিয় ৷ তিন বছরের ভাইঝিকে কোনক্রমে সেখান থেকে উদ্ধার করেন তিনি ৷ তবে মাকে উদ্ধার করতে গেলে নিজেও বিদুৎপৃষ্ট হন বছর 36-এর ওই যুবক । তাঁরা দু'জনেই বিদ্যুতের তার সমেত পুকুরে পড়ে যান ৷