জলপাইগুড়ি, 13 জুন: পারিবারিক অশান্তির জেরে প্রৌঢ়কে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ তাও আবার হাত-পা বেঁধে ৷ সোমবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের ঠাকুর কামাত গ্রামে ৷ মৃতের নাম মানিক রায়, বয়স 50 বছর ৷ বাবাকে খুনের অভিযোগে ছেলে সঞ্জয় রায়কে (27 বছর) গ্রেফতার করেছে পুলিশ ৷ মানিক রায় প্রায় মদপ্য অবস্থায় স্ত্রী এবং ছেলের অশান্তি ও মারধর করতেন বলে অভিযোগ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ মানিক রায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে মানিক রায় এবং তাঁর ছেলে সঞ্জয়ের মধ্যে অশান্তি শুরু হয় ৷ বিষয়টি এতটাই চরমে পৌঁছায় যে, স্থানীয়রা বিষয়টি পঞ্চায়েতে জানায় ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্য তাঁদের বাড়িতে গিয়ে বোঝানোর ও চেষ্টা করেন ৷ কিন্তু, কোনও লাভ হয়নি ৷ তাঁরা ফিরে যেতেই ফের অশান্তি শুরু হয় ৷ অভিযোগ তখনই সঞ্জয় রায় তাঁর বাবার উপর চড়াও হন ৷ মানিক রায়কে ঘরের মধ্যেই হাত-পা বেঁধে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে ৷
মানিকবাবু চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে যান ৷ কিন্তু, অভিযোগ সঞ্জয় তাঁদের বাধা দেন ৷ সেই সময় গুরুতর জখম অবস্থায় ঘরের মধ্যে পড়েছিলেন মানিক রায় ৷ তাঁকে হাসপাতালে ভরতি করতে গেলে সঞ্জয় বাধা দেন বলে অভিযোগ ৷ ফলে প্রতিবেশীরা ফের পঞ্চায়েতে বিষয়টি জানান ৷ সেখান থেকে লোকজন মানিকবাবুকে হাসপাতালে ভরতি করতে গাড়ি নিয়ে যান ৷ কিন্তু, এবারেও সঞ্জয় রায় তাঁদের বাধা দেন ৷ ফলে দীর্ঘক্ষণ ঘরের মধ্যে পড়ে থেকে মৃত্যু হয় মানিক রায়ের ৷