পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arrest For Cheating হবু বৌয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে টাকা ও গয়না নিয়ে চম্পট যুবকের, মহারাষ্ট্র থেকে গ্রেফতার অভিযুক্ত - Rajganj News

বিয়ে ঠিক হতেই মহারাষ্ট্র থেকে রাজগঞ্জে শ্বশুরবাড়ি এসেছিল যুবক(Rajganj News)৷ তারপর সুযোগ বুঝে বিয়ের যৌতুক হিসেবে রাখা নগদ টাকা ও গয়না নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যায় অভিযুক্ত ৷ হবু স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্র থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ৷

Etv Bharat
গ্রেফতার অভিযুুক্ত

By

Published : Aug 18, 2022, 10:15 PM IST

জলপাইগুড়ি, 18 অগস্ট:বিয়ের জন্য পাকা কথা হয়ে গিয়েছিল আগেই ৷ তার জেরেই হবু শ্বশুরবাড়িতে অবাধ যাতায়াত ছিল ৷ ফলে হবু স্ত্রীর সঙ্গেও বেশ কয়েকবার ঘনিষ্ঠ হয়েছিলেন শ্রীমান ৷ তারপর নগদ টাকা ও অলঙ্কার নিয়ে চম্পট দেন হবু বর(young man arrested from Maharashtra for cheating his would be wife)। এই ঘটনায় হবু স্বামীর বিরুদ্ধে জলপাইগুড়ির রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতি ৷

ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে রাজগঞ্জের ফাটাপুকুরের যুবতির সঙ্গে যোগাযোগ হয় মহারাষ্ট্রের বাসিন্দা রাম যাদবের ৷ যুবতিকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে মহারাষ্ট্র থেকে রাজগঞ্জে হাজির হন ওই যুবক । সেই মতো বিয়ের সব ব্যবস্থাই শুরু হয় মেয়ের বাড়িতে । হবু জামাইয়ের জন্য সোনার অলঙ্কার থেকে শুরু করে নগদ টাকাও দেওয়া হয় । এরপর যুবতির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে ওঠার পর হঠাৎ করে গত মাসে শ্রীমান পাত্র গায়েব হয়ে যান(Arrest For Cheating)।

এরপর যুবতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজগঞ্জ থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবকের দিল্লি এবং মুম্বইয়ে ঠিকানা রয়েছে । রাজগঞ্জ থানার পুলিশ মহারাষ্ট্রের ঝালনা সদর বাজার এলাকায় পুলিশ অফিসার মনসুরউদ্দিনের নেতৃত্বে অভিযান চালানোর সময় জানা যায়, অভিযুক্ত স্থানীয় একটি হোটেলের ম্যানেজার । তার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ । রাজগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তুলে সাতদিনের রিমান্ডে নিয়েছে ।

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর নামে প্যাড, চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে গ্রেফতার বিজেপি নেতা বাবা ও ছেলে

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details