জলপাইগুড়ি, 18 অগস্ট:বিয়ের জন্য পাকা কথা হয়ে গিয়েছিল আগেই ৷ তার জেরেই হবু শ্বশুরবাড়িতে অবাধ যাতায়াত ছিল ৷ ফলে হবু স্ত্রীর সঙ্গেও বেশ কয়েকবার ঘনিষ্ঠ হয়েছিলেন শ্রীমান ৷ তারপর নগদ টাকা ও অলঙ্কার নিয়ে চম্পট দেন হবু বর(young man arrested from Maharashtra for cheating his would be wife)। এই ঘটনায় হবু স্বামীর বিরুদ্ধে জলপাইগুড়ির রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতি ৷
ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে রাজগঞ্জের ফাটাপুকুরের যুবতির সঙ্গে যোগাযোগ হয় মহারাষ্ট্রের বাসিন্দা রাম যাদবের ৷ যুবতিকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে মহারাষ্ট্র থেকে রাজগঞ্জে হাজির হন ওই যুবক । সেই মতো বিয়ের সব ব্যবস্থাই শুরু হয় মেয়ের বাড়িতে । হবু জামাইয়ের জন্য সোনার অলঙ্কার থেকে শুরু করে নগদ টাকাও দেওয়া হয় । এরপর যুবতির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে ওঠার পর হঠাৎ করে গত মাসে শ্রীমান পাত্র গায়েব হয়ে যান(Arrest For Cheating)।