শিলিগুড়ি ও জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর: শনিবার বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) উপলক্ষে বিশেষভাবে দিন কাটল নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক বা বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari Park) দুই কুনকি হাতি লক্ষ্মী ও উর্মিলার। পাশাপাশি ডুয়ার্সের গরুমারা, ধূপঝোড়া, মেদলা, পিলখানায় বর্ষণ, মতিরানী, চম্পা, ফাল্গুনী, যুবরাজ, রাজা, আমনদেরও রইল ছুটি ৷ শনিবার তাদের জন্য ছিল স্পেশাল মেনু (People Worshipped Elephant on Vishwakarma Puja) ৷
রীতিমেনে প্রতিবছর ধূপঝোড়ার এলিফ্যান্ট ক্যাম্পের বনকর্মীদের পক্ষ থেকে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজো উপলক্ষে শনিবার সকাল থেকেই ধূপঝোড়া, গরুমারা ও মেদলা এলাকার কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিদের প্রথমে মূর্তি নদীতে স্নান করানো হয়। এরপর নানা রঙের চক দিয়ে এঁকে সাজানো হয় ওদের। প্রতিটি হাতির গায়ে নাম লিখে দেওয়া হয়।
শেষে ওদের নিয়ে যাওয়া হয় পুজো মণ্ডপে। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি চলে পুজো চলাকালীন। পুরোহিত নিয়মনীতি মেনে মন্ত্র উচ্চারণ করে পুজো সারেন। এদিনের এই হাতি পুজো দেখতে প্রচুর পর্যটকরা ভিড় জমান। শুধু যে পর্যটকরাই হাতি পুজো দেখতে আসেন এমনটা কিন্তু নয়। পর্যটকদের পাশাপাশি আশেপাশে গ্রামের মানুষও প্রতিবছর এই বিশেষ দিনটিতে হাতি পুজো দেখতে চলে আসেন পিলখানায়। ধুপঝোরা এলিফ্যান্ট ক্যাম্পের পিলখানায় কুনকি হাতিদের মহাকাল বলে বিশ্বকর্মার বাহন হিসেবে পুজো করা হয়।
আরও পড়ুন:বিশ্বকর্মার পাশাপাশি বাহন হাতিও পূজিত হল বেঙ্গল সাফারি পার্কে