জলপাইগুড়ি, 26 মে : আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ময়নাগুড়ির ঘটনা । অভিযুক্তের নাম কাশিনাথ রায় (35) । মহিলার পরিবারের তরফে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
মহিলার অভিযোগ, 20 মে আলিপুরদুয়ার থেকে ময়নাগুড়িতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন । মাঝপথে একটি গাছের ছাওয়ায় বসে তিনি বিশ্রাম করছিলেন । তখন কাশিনাথ তাঁর কাছে এসে জানতে চায় তিনি কোথায় যাবেন । এরপর কাশিনাথ ওই মহিলাকে বাইকে চাপিয়ে তাঁর আত্মীয়ের বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় । মহিলা রাজি হন । কিন্তু আত্মীয়ের বাড়ির বদলে তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কাশিনাথ ধর্ষণ করে বলে অভিযোগ ।