পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"চলুন পৌঁছে দিই", আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে ধর্ষণ - uncel house

আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল । ঘটনাটি ময়নাগুড়ির । পুলিশ তদন্ত শুরু করেছে ।

ছবিটি প্রতীকী

By

Published : May 26, 2019, 9:37 AM IST

Updated : May 26, 2019, 1:00 PM IST

জলপাইগুড়ি, 26 মে : আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ময়নাগুড়ির ঘটনা । অভিযুক্তের নাম কাশিনাথ রায় (35) । মহিলার পরিবারের তরফে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

মহিলার অভিযোগ, 20 মে আলিপুরদুয়ার থেকে ময়নাগুড়িতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন । মাঝপথে একটি গাছের ছাওয়ায় বসে তিনি বিশ্রাম করছিলেন । তখন কাশিনাথ তাঁর কাছে এসে জানতে চায় তিনি কোথায় যাবেন । এরপর কাশিনাথ ওই মহিলাকে বাইকে চাপিয়ে তাঁর আত্মীয়ের বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় । মহিলা রাজি হন । কিন্তু আত্মীয়ের বাড়ির বদলে তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কাশিনাথ ধর্ষণ করে বলে অভিযোগ ।

মহিলা বলেন, "আমি এতদিন ভয়ে ও লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি । পরে পরিবারকে ঘটনার কথা জানাই । এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । আমি চাই কাশিনাথ রায়ের শাস্তি হোক । আর যাতে এমন ঘটনা কারও সঙ্গে না ঘটে ।"

ময়নাগুড়ি থানার IC তমাল দাস বলেন, "আমাদের কাছে ধর্ষণের অভিযোগ এসেছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।"

Last Updated : May 26, 2019, 1:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details