জলপাইগুড়ি, 2 নভেম্বর : দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা । মৃতরা হল তারিমা খাতুন (26) ও তার দুই সন্তান আনিশা খাতুন (5) ও নাহিত আলম (2) ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সুখানি এলাকায় । ঘটনার পর থেকেই নিখোঁজ মহিলার স্বামী মহম্মদ আতাবুদ্দিন ৷ তবে এটা নিছকই আত্মহত্যা নাকি খুন তার তদন্তে নেমেছে পুলিশ ৷
ছ'বছর আগে মহম্মদ আতাবুদ্দিনের সঙ্গে বিয়ে হয় তারিমা খাতুনের ৷ রাজগঞ্জের সুখানি অঞ্চলের জিতুপাড়া এলাকায় স্ত্রী তারিমা ও দুই সন্তানকে নিয়ে থাকতেন আতাবুদ্দিন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল থেকেই দুই সন্তানকে নিয়ে নিখোঁজ ছিলেন তারিমা খাতুন ৷ এরপর তাদের বাড়ির কাছে থাকা একটি পুকুরে দেহ ভাসতে দেখে রাজগঞ্জ থানায় খবর দেন স্থানীয়রা ৷ এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে প্রথমে মগরাডাঙ্গী হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করলে ময়নাতদন্তের জন্য দেহগুলি জলপাইগুড়িতে নিয়ে যায় রাজগঞ্জ থানার পুলিশ ৷