জলপাইগুড়ি, 20 জানুয়ারি : মর্মান্তিক ! এই শব্দটি ছাড়া বোধহয় জরিনা খাতুনের মৃত্যুকে ব্যাখ্যা করা সম্ভব নয় ৷ হাসপাতালে এসেছিলেন অসুস্থ মেয়ের সঙ্গে দেখা করতে ৷ অথচ হাসপাতাল চত্বরেই প্রাণ গেল তাঁর (woman dies in road accident inside maynaguri hospital premises) ৷ বৃহস্পতিবার এমন হৃদয় বিদারক ঘটনার কথা শুনে শোকস্তব্ধ গোটা জলপাইগুড়ি ৷
এদিন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি হাসপাতাল চত্বরে (Maynaguri Hospital) ৷ এই নিয়ে সেখানে উত্তেজনাও ছড়ায় ৷ যে গাড়ির ধাক্কায় জরিনা খাতুনের মৃত্যু হয়, সেই গাড়ির চালককে ক্ষিপ্ত জনতা মারধরও করে ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
বৃহস্পতিবার দুপুরে ঠিক কী হয়েছিল ?
প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতাল চত্বর থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারায় ৷ গাড়িটি ধাক্কা মারে জরিনাকে ৷ জরিনা হাসপাতালের দেওয়ালে আটকে যান ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷