জলপাইগুড়ি, 3 মে:হাত বাঁধা ৷ বিছানার উপর পচাগলা অবস্থায় পড়ে রয়েছে মহিলার দেহ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়ি ব্লকের দোমহনী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরান বাজার এলাকায়। যা দেখে প্রাথমিক অনুমান, মহিলাকে কেউ বা কারা খুন করে ফেলে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছিল। কিন্তু কী কারণে খুন, উত্তর অজানা ৷ ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাঁরা মহিলার মৃতদেহ উদ্ধার করে। মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
জানা গিয়েছে মৃত মহিলার বয়স বছর পঞ্চান্ন। তিনি বাড়ি-বাড়ি পরিচারিকার কাজ করতেন। মৃতার স্বামী বছর পনেরো আগে মারা যাওয়ায় বিবাহিত দুই মেয়ে তাঁকে দেখাশোনা করতেন ৷ পরিচারিকার কাজের পাশাপাশি তিনি কখনও কখনও কীর্তন করে সংসার চালাতেন। ঝরনা দেবীর দুই মেয়ের বিয়ে হয়েছে দোমহনীতেই। তাঁরা প্রত্যেকদিন যোগাযোগ রাখতেন মায়ের সঙ্গে ৷ তবে রবিবার থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করতে না-পারায় উদ্বেগ বাড়তে থাকে তাঁদের।