জলপাইগুড়ি, 9 নভেম্বর : স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে অনুমান। মৃত ব্যক্তির নাম রঞ্জিত ওঁরাও। ইতিমধ্যেই অভিযুক্ত অগ্নি ওঁরাও-কে গ্রেপ্তার করেছে বানারহাট থানার পুলিশ। জলপাইগুড়ির বানারহাট এলাকার বিন্নাগুড়ি চা বাগানের ঘটনা।
স্থানীয়দের একাংশ বলেন, রঞ্জিত ও তাঁর স্ত্রী-র মধ্যে একাধিক কারণে বচসা লেগেই থাকত । অন্য দিনের মতো গতকাল সন্ধ্যায় তাঁদের মধ্যে বচসা বাধে। কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতের চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন, রঞ্জিত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে । মাথা থেকে রক্ত বেরোচ্ছে ।