পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার মহিলা - অগ্নি ওড়াও

রঞ্জিতের চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দাদের একাংশ । প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন রঞ্জিত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে ।

murder
murder

By

Published : Nov 10, 2020, 7:48 AM IST

জলপাইগুড়ি, 9 নভেম্বর : স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে অনুমান। মৃত ব্যক্তির নাম রঞ্জিত ওঁরাও। ইতিমধ্যেই অভিযুক্ত অগ্নি ওঁরাও-কে গ্রেপ্তার করেছে বানারহাট থানার পুলিশ। জলপাইগুড়ির বানারহাট এলাকার বিন্নাগুড়ি চা বাগানের ঘটনা।

স্থানীয়দের একাংশ বলেন, রঞ্জিত ও তাঁর স্ত্রী-র মধ্যে একাধিক কারণে বচসা লেগেই থাকত । অন্য দিনের মতো গতকাল সন্ধ্যায় তাঁদের মধ্যে বচসা বাধে। কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতের চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন, রঞ্জিত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে । মাথা থেকে রক্ত বেরোচ্ছে ।

গুরুতর আহত অবস্থায় রঞ্জিতকে স্থানীয় চা বাগানের হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থানে আসে বানারহাট থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অগ্নিকে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

রঞ্জিত বিন্নাগুড়ি চা বাগানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তাঁরা স্ত্রী বিন্নাগুড়ি চা বাগানের অস্থায়ী চা শ্রমিক।

ABOUT THE AUTHOR

...view details