জলপাইগুড়ি, 10 জুন : কোরোনা উপসর্গ ছাড়া সোয়াব টেস্ট করা হবে না ৷ এমনই জানালেন উত্তরবঙ্গের স্বাস্থ্য দপ্তরের কোরোনা মোকাবিলার দায়িত্বে থাকা OSD সুশান্ত রায়৷ আজ তিনি জানান, "যাঁদের উপসর্গ নেই তাঁদের ভয়ের কিছু নেই৷ তবে, সাবধানতা অবলম্বন করতে হবে৷ আমরা পাহাড়ের জন্য ত্রিবেণীতে আগামী সাত দিনের মধ্যেই কোভিড হাসপাতাল চালু করে দেব। পাহাড়ের মানুষকে আর সমতলে নেমে আসতে হবে না। আমরা চাইছি পাহাড়েও একটা সেট আপ তৈরি থাকুক। এখন আমরা সারি হাসপাতালের থেকে কোভিড হাসপাতালের উপর বেশি জোর দিচ্ছি। কারণ, সারি হাসপাতালের প্রয়োজন কমে যাচ্ছে।"
কোরোনার উপসর্গ ছাড়া টেস্ট নয় - jalpaiguri corona update
উত্তরবঙ্গের স্বাস্থ্য দপ্তরের কোরোনা মোকাবিলার দায়িত্বে থাকে OSD সুশান্ত রায় জানান, কোরোনার উপসর্গ না থাকলে টেস্ট করানো হবে না৷
জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি জানান, "এখন থেকে আমরা উপসর্গ ছাড়া সবার সোয়াব টেস্ট করব না। কারণ সবার সোয়াব নেওয়া হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে অধিকাংশই নেগেটিভ। সেখানে দেখা যায় দুই একজন পজ়িটিভ। ফলে সোয়াব টেস্টের কিট নষ্ট এবং যাঁরা পরীক্ষা করছেন তাঁদের উপরেও চাপ আসছে।"
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 104 জন৷ যার মধ্যে 81 জনের বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে চিকিৎসা চলছে৷