জলপাইগুড়ি, 17 ডিসেম্বর: গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হতেই পারে ৷ কিন্তু, রাজ্যে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না । জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে । যা বরদাস্ত করা যায় না । জলপাইগুড়িতে বইমেলার উদ্বোধন করতে এসে আজ একথা বললেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ।
রাজ্যে আন্দোলনের নামে জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে : সিদ্দিকুল্লা চৌধুরি
সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, "CAA, NRC নিয়ে মানুষের ক্রোধ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । মুখ্যমন্ত্রী আমায় ফোনে জানিয়েছেন, তিনি ব্যাপারটা দেখছেন ৷ আজ দিল্লিতে প্রতিনিধি পাঠিয়েছেন ৷ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শও করছেন ৷ আমি আশা করছি, সাত দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে ৷ এর আগেও অসমে বাঙালি খেদাও করতে চেয়েছিল । কিন্তু সফল হয়নি ৷ যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে তা সাময়িক ৷ এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আশা করছি ।"
মন্ত্রী বলেন, "CAA, NRC নিয়ে মানুষের ক্রোধ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । মুখ্যমন্ত্রী আমায় ফোনে জানিয়েছেন, তিনি ব্যাপারটা দেখছেন ৷ আজ দিল্লিতে প্রতিনিধি পাঠিয়েছেন ৷ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শও করছেন ৷ আমি আশা করছি, সাত দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে ৷ এর আগেও অসমে বাঙালি খেদাও করতে চেয়েছিল । কিন্তু সফল হয়নি ৷ যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে তা সাময়িক ৷ এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আশা করছি ।"
প্রসঙ্গত, গতকাল NRC, CAA-র বিরোধিতায় পথে নেমে মুখ্যমন্ত্রী বলেন, "গণতান্ত্রিক পথে আন্দোলন চলবে । এর শেষ দেখেই ছাড়ব ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবেও ৷ এমন আইন রাজ্যে লাগু করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে ৷ " রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন , "আপনারও অধিকার আছে । প্রয়োজনে রক্ত দিয়ে চিঠি লিখুন । রাষ্ট্রপতির কাছে নিজের দাবি জানান । "