পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রীর সভা থেকে সার্কিট বেঞ্চের চূড়ান্ত ঘোষণা ! - pm

সূত্রের খবর আগামীকাল সেই ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদি

By

Published : Feb 7, 2019, 6:18 AM IST

জলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারি : ময়নাগুড়ির সভা থেকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ তৈরির ব্যাপারে সবুজ সংকেত দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল প্রধানমন্ত্রীর সভার আগে BJP সূত্রে এই খবর জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি জলপাইগুড়িতে বিজয় মিছিল করে গেরুয়া শিবির।

২০০৬ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনুমোদন দিলেও তা আজও তৈরি হয়নি। এরই মাঝে ডাকবাংলোয় অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু করতে উদ্যোগী ছিল রাজ্য। ৮ কোটি টাকা খরচ করে তৈরি করা হয় পরিকাঠামো। সাজিয়ে তোলা হয় ডাকবাংলো। সব প্রস্তুতির পর এই অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু করতে উদ্বোধনের দিন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রের ছাড়পত্র না মেলায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত দিনে অস্থায়ী সার্কিট বেঞ্চ উদ্বোধন হয়নি।

এরপর সার্কিট বেঞ্চ নিয়ে কেন্দ্রের টালবাহানার প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে শুরু হয় অবস্থান। তাতে সামিল হন উত্তরবঙ্গের মন্ত্রীরাও। এরই মাঝে, আগামীকাল ময়নাগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ওই সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী অস্থায়ী সার্কিট বেঞ্চ চালুর সবুজ সংকেত দিতে পারেন। এবং লোকসভা নির্বাচনের আগেই রাষ্ট্রপতির স্বাক্ষরের পর চালু হবে অস্থায়ী সার্কিট বেঞ্চ। এ প্রসঙ্গে BJP নেতা মুকুল রায় বলেন, "প্রধানমন্ত্রীর সভা থেকে ওই ঘোষণার সম্ভাবনা আমরাও জানি। অপেক্ষায় আছি।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details