পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাবাগানের কাঁটাতারে অতিষ্ঠ বন্যপ্রাণীরা, বাগান মালিকদের সঙ্গে আলোচনা বসবে বনবিভাগ - বাগান মালিকদের সঙ্গে আলোচনা বসবে বনবিভাগ

কখনও কখনও জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণীরা । তখন তারা মানুষের তাড়া খেয়ে চাবাগানে আশ্রয় নেয় । আর এখন থেকে শুরু হয় সমস্যার ৷ বাগানে ঢুকতে গেলেই চাবাগানের কাঁটাতারের বেড়ায় আহত হচ্ছে বন্যপ্রাণীরা ।

চাবাগানের কাঁটাতারে অতিষ্ঠ বন্যপ্রাণীরা

By

Published : Aug 13, 2019, 7:28 PM IST

জলপাইগুড়ি, 13 অগাস্ট : চাবাগানে বেআইনিভাবে কাঁটাতার লাগানোর জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে বন্যপ্রাণীদের জীবন । এই অভিযোগ তুলল জলপাইগুড়ি বনবিভাগ ৷ আগামীকাল এনিয়ে বাগান মালিকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে বনবিভাগ ৷

চাবাগানের কাঁটাতার

কখনও কখনও জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণীরা । তখন তারা মানুষের তাড়া খেয়ে চাবাগানে আশ্রয় নেয় । আর এখন থেকে শুরু হয় সমস্যার ৷ বাগানে ঢুকতে গেলেই চাবাগানের কাঁটাতারের বেড়ায় আহত হচ্ছে বন্যপ্রাণীরা । কখনও বাইসন, কখনও বা হাতি চাবাগানে ঢুকলেই কাঁটাতারের বেড়ায় তারা আঘাত পাচ্ছে ৷ এরফলে ক্ষোভ বাড়ছে বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে ।

চাবাগানের কাঁটাতারে অতিষ্ঠ বন্যপ্রাণীরা

জলপাইগুড়ি স্পোর নামে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী শ্যামা প্রসাদ পান্ডে এনিয়ে বলেন, "আমরা জলপাইগুড়ির 54টি চাবাগানের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসব ৷ যাতে বাগানের সমস্যা না হয়, আবার বন্যপ্রাণীরাও সুরক্ষিত থাকে । আমরা এর আগেও আমরা চাবাগানের মালিকদের বিষয়টি অবহিত করার চেষ্টা করেছি ৷ কিন্তু লাভ হয়নি । কাঁটাতারের বেড়াতে বন্যপ্রাণীরা বারবার ক্ষত বিক্ষত হয়ে পড়ছে ।

গোরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নিশা গোস্বামী বলেন, "আমরা অনেকবার চাবাগান মালিকদের চিঠি দিয়েছি এই বিষয়ে ৷ কিন্তু কোনও লাভ হয়নি । আমরা আবার এই বিষয়ে চাবাগান মালিকদের সাথে কথা বলব যাতে বন্যপ্রাণীদের জীবন সুরক্ষিত থাকে ।"

ABOUT THE AUTHOR

...view details