জলপাইগুড়ি, 19 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমনের জেরে দীর্ঘদিন ধরেই অনুশীলন বন্ধ । ভিডিয়ো কলের মাধ্যমে বাড়িতেই ফিট থাকার পরামর্শ দিচ্ছেন SAI (স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া)-র প্রশিক্ষকরা । জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে এই SAI সেন্টারের স্টেডিয়ামের একাংশে কোভিড হাসপাতাল । তাই কবে সেন্টার পুরোপুরি ভাবে চালু হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে । কোভিড হাসপাতালের সামনেই রয়েছে ইন্ডোর স্টেডিয়াম । খেলাধুলো চালু হয়েও কোভিড হাসপাতাল থাকায় ইন্ডোর গেম চালু করা যাবে কি না তা নিয়ে সংশয় আছে ।
জলপাইগুড়ি SAI সেন্টারে চালু হতে চলেছে ব্যান্ডমিন্টন ও টেবিল টেনিস প্রশিক্ষণ । খুব শীঘ্রই এই দুটি ইভেন্টে প্রশিক্ষণ শুরু করা যাবে বলে আশাবাদী জলপাইগুড়ি SAI কর্তৃপক্ষ । কিন্তু SAI সেন্টারের ইন্ডোর স্টেডিয়ামের সামনেই স্টেডিয়ামের একাংশে কোভিড হাসপাতাল করা হয়েছে । কবে কোভিড হাসপাতাল বন্ধ হবে । কবেই বা কোরোনা মুক্ত হবে সেই দিকে তাকিয়ে SAI কর্তৃপক্ষ ।
SAI জলপাইগুড়ি সেন্টারের সেন্টার ইনচার্জ ওয়াসিম আহদেম জানান, আমাদের ছাত্র-ছাত্রীরা সবাই বাড়িতেই আছেন । তাঁদের ভিডিয়ো কলের মাধ্যমে তাদের বুস্ট আপ করছি । ঘরে থেকে তাঁরা যাতে নিজেকে ফিট রাখতে পারেন তার জন্য আমরা তাঁদের ভিডিয়ো কলের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছি । আমাদের 2019-20 সালে আর্চারি, অ্যাথলেটিকস আর ফুটবল ছিল । 2020-21 সালে জিমন্যাস্টিক ও ফেনসিং যুক্ত করা হয়েছে এই প্রশিক্ষণ সেন্টারে । কোরোনার জন্য আমরা একটি বিভাগে ট্রায়াল করতে পারিনি । তবে জিমন্যাস্টিকটা আমরা সিলেকশন ট্রায়াল করে ফেলেছি । কোরোনার সংক্রমণ একটু ঠিক হয়ে গেলেই আমরা আবার ফেনিসিং ট্রায়াল শুরু করব ।
জলপাইগুড়ি SAI সেন্টারে 120 জন আবাসিক খেলোয়াড় থাকার ব্যবস্থা আছে । 60 জন আছেন নন রেসিডেন্সিয়াল । মোট 180জন খেলোয়াড় এই সেন্টারে রয়েছেন । এছাড়া সেন্টারের আশপাশে 79জন ছেলে মেয়ে আছেন । যাঁরা ফুটবলব,তীরন্দাজি ও অ্যাথলেটিকসে এখানে অনুশীলন করেন । এছাড়া ব্যাডমিন্টন, টেবিল টেনিস আমরা চালু করব । আমরা খুব তাড়াতাড়ি শুরু করার চেষ্টা চালাচ্ছি । জলপাইগুড়ি SAI সেন্টার হওয়ার ফলে এই এলাকার খেলোয়াড়রা একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছেন । কিন্তু কোরোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছেন খেলোয়াড়রা ।
জলপাইগুড়ি SAI সেন্টার কোভিড হাসপাতাল জলপাইগুড়ি জেলা খেলোয়াড়দের অনেক সম্ভাবনাময় জায়গা । আগামী দিনে এই সেন্টারে নাম করবে । জাতীয় ও আন্তজার্তিক খেলবেন খেলোয়াড়রা । ওয়াসিম আহদেম বলেন, "আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন SAI সেন্টারে কোভিড হাসপাতাল করেছে । একটা সমস্যা তো হচ্ছেই । আমাদের কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়াদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল । কোরোনা মোকাবিলায় আমরা সাহায্য করতে পেরেছি । তা বড় ব্যাপার । এখনই এখানে কিছু করা সম্ভব নয় । তবে কোরোনার সংক্রমণ কম হওয়ার পরেই কিছু করা সম্ভব ।"