জলপাইগুড়ি, 1 মার্চ : আগামী 7 মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ৷ দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন ৷ দুই মিলিয়ে পদ্মশিবির কোমর বেঁধে নেমে পড়ল প্রচারে ৷ এদিন জলপাইগুড়ির বিভিন্ন বাজারে দলীয় পতাকা হাতে নিয়ে ঘুরতে দেখা গেল বিজেপি কর্মীদের ৷ উদ্দেশ্য একটাই, জনসংযোগের মাধ্যমে ভোটবাক্সে ঝড় তোলা ৷
জলপাইগুড়ির বয়েলখানা বাজারে প্রচার করতে শুরু করলেন বিজেপির নেতা ও কর্মীরা ৷ বাজারের ক্রেতা ও বিক্রেতাদের কাছে জোড়হাত করে ভোটপ্রার্থনা করেন তাঁরা ৷ ভোটের আগে মোদির ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে সাধারণ মানুষকে আহ্বান জানান তাঁরা ৷ পাশাপাশি বিজেপির উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রায় সাধরণ মানুষের সাড়া মেলায় ধন্যবাদ জানান প্রচারে আসা বিজেপি নেতৃত্ব ৷