জলপাইগুড়ি, 3 মার্চ : বিধানসভা নির্বাচনে মিম এবং আইএসএফকে টেক্কা দিতে আসরে নামল নস্যশেখ উন্নয়ন পর্ষদ । তৃণমূলের হাত শক্ত করতে তাঁরা কোমড় বেঁধে নেমেছেন বলে দাবি সংগঠনের । ইতিমধ্যে উত্তরবঙ্গে পাঁচটি আসন দাবি করেছে নস্যশেখ উন্নয়ন পর্ষদ । তৃণমূলের প্রতীকে তাদের প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন ।
নস্যশেখ উন্নয়ন পরিষদের সভাপতি বজলে রহমান জানান, রাজ্য সরকার আমাদের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করে দিয়েছেন । আমাদের ভাষার দাবি মেনে নিয়েছেন । তাই আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ । আমরা ইতিমধ্যে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি দিয়েছি । পাশাপাশি আমরা তাঁর কাছে আবেদন করেছি উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে তৃণমূলের প্রতীকে তাঁদের প্রার্থী দিতে চাই ।" তিনি আরও জানান, "আমরা উত্তরবঙ্গে প্রায় 40 লাখ মানুষ রয়েছি । আমাদের সংগঠনের সঙ্গে সবাই রয়েছেন । বর্তমানে মিম ও আব্বাস সিদ্দিকীর যেভাবে ধর্মীয় মেরুকরণ করছে সেটা আমরা চাইনা । আমরা ধর্মনিরপেক্ষভাবে কাজ করতে চাই । এখানে মিম ও আইএসএফ যাতে দাঁত ফোটাতে না পারে তার জন্য তৃণমূলের হাত শক্ত করতে চাই । ওরা সংখ্যালঘু প্রার্থী দিলে প্রশ্ন উঠতে পারে, আমাদের প্রতিনিধি নেই । তাই আমরা প্রার্থী দিতে চাইছি ।"