পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ের ড্রোন ক্যামেরা ঢুকে পড়ল বনদপ্তরের বিট অফিসে ! - ড্রোন ক্যামেরা

বিয়ের অনুষ্ঠানের ড্রোন ক্যামেরা ঢুকে পড়ল বনদফতরের বিট অফিসের উপর । সংরক্ষিত বনাঞ্চল এলাকায় বিনা অনুমতিতে ড্রোন ওড়ানোর ঘটনা চোখে পড়তেই ড্রোনটিকে আটক করে বাজেয়াপ্ত করল বনদপ্তর ।

Wedding drone camera entered in forest department office
বিয়ের ড্রোন ক্যামেরা ঢুকে পড়ল বন দপ্তরের বিট অফিসে !

By

Published : Feb 17, 2020, 3:10 AM IST

মালবাজার, 17 ফেব্রুয়ারি : বিয়ের অনুষ্ঠানের ড্রোন ক্যামেরা ঢুকে পড়ল বনদফতরের বিট অফিসে । সংরক্ষিত বনাঞ্চল এলাকায় বিনা অনুমতিতে ড্রোন ওড়ানোর ঘটনা চোখে পড়তেই ড্রোনটিকে আটক করে বাজেয়াপ্ত করল বনদপ্তর ।

গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মেটেলি ব্লকের মূর্তি পর্যটন কেন্দ্র এলাকায় ঘটনাটি ঘটে শনিবার রাতের দিকে । এদিন মূর্তির একটি বেসরকারি রিসর্টে বিয়ের অনুষ্ঠান চলাকালীন ড্রোন ক্যামেরা দিয়ে শুটিং চলছিল । সেই ক্যামেরা উড়তে উড়তে একসময় সেটি বনদপ্তরের মূর্তি বিট অফিসের উপরে চলে আসে । ড্রোনটিকে উড়তে দেখে মূর্তি বিটের বনকর্মীরা দ্রুত ব্যবস্থা নেয় । রিসর্টে গিয়ে ড্রোনটিকে বাজেয়াপ্ত করে মূর্তি বিট অফিসে নিয়ে আসে তারা।

ঘটনার খবর পেয়েই বিট অফিসে পৌছায় গরুমারা নর্থের রেঞ্জার শরদ ছেত্রী । তিনি বলেন, ''অনুমতি ছাড়াই ড্রোনটি অভয়ারণ্য সংলগ্ন এলাকায় ওড়ানো হচ্ছিল তাই সেটি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে । ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।''

ABOUT THE AUTHOR

...view details