পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBSECA: বিদ্যুৎ দফতরের দেওয়া নয়া সার্কুলার মানতে নারাজ ঠিকাদাররা - এই সার্কুলার জারি হবার পর থেকেই রাজ্য জুড়ে ওয়েষ্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা জোরদার আন্দোলনে নেমেছেন

বিদ্যুৎ দফতরের অধীনস্থ কোনও ঠিকাদার শ্রমিকের যদি কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়, তবে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট ঠিকাদারের সমস্ত চালু কাজ বন্ধ হয়ে যাবে। নতুন করে তাঁকে আর কোনও কাজ দেওয়া হবে না। ওই ঠিকাদারের যাবতীয় বকেয়া দেওয়া হবে না। যতদিন না-পর্যন্ত তদন্তে ওই ঠিকাদার নির্দোষ প্রমাণিত হয়। এই সার্কুলার জারি হবার পর থেকেই রাজ্য জুড়ে ওয়েষ্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা জোরদার আন্দোলনে নেমেছেন (WBSECA Contractors are Unwilling to Accept New Circular Given by Electricity Department)।

WBSECA
বিদ্যুৎ দফতরের দেওয়া নয়া সার্কুলার মানতে নারাজ ঠিকাদাররা

By

Published : Aug 4, 2022, 6:40 PM IST

জলপাইগুড়ি, 4 অগস্ট: গত 27 জুলাই বিদ্যুৎ দফতরের মূল অফিস 'বিদ্যুৎ ভবন' সল্টলেক কলকাতা থেকে, 'পি-71' নামে একটি সার্কুলার জারি করা হয়েছে। এই সার্কুলারকে কালা সার্কুলার বলে দাবি করেছেন ঠিকাদাররা (WBSECA Contractors are Unwilling to Accept New Circular Given by Electricity Department)। এই কালা সার্কুলারের বিরুদ্ধে, বিদ্যুৎ দফতরের জলপাইগুড়ি জেলা ইউনিটের তরফে এক জরুরি সভার আয়োজন করা হয় ময়নাগুড়ি কালচারাল ক্লাবে।

বিদ্যুৎ দফতরের কন্ট্রাক্টর স্নেহাশিস চক্রবর্তী বলেন, "বিদ্যুৎ দফতরের পি-71 সার্কুলারের বিরুদ্ধে বিদ্যুতের সমস্ত রকম পরিষেবা দেবার ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়েছে। ঠিকাদাররা জানান বিদ্যুৎ দফতরের কোনও টেকনিক্যাল কর্মী নেই বললেই চলে, নতুন করে কোনও কর্মী নিয়োগের সম্ভবনাও নেই। এই পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার সমস্ত দ্বায়িত্ব যখন ঠিকাদারদের উপর, তখন ঠিকাদারদের দাবি মতো, এই 'পি-71' সার্কুলার বাতিল না-হলে, বিদ্যুৎ দফতর-সহ, গ্রাহকরা যে চরম দুর্ভোগের শিকার হবেন তা আর বলার অবকাশ থাকে না।"

27 জুলাই বিদ্যুৎ দফতরের মূল অফিস 'বিদ্যুৎ ভবন' সল্টলেক কলকাতা থেকে, 'পি-71' নামে একটি সার্কুলার জারি করা হয়েছে

আরও পড়ুন:আরও আশা কর্মী চাই ! স্বাস্থ্যভবনকে চিঠি দিল কলকাতা পৌরনিগম

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কমিটির সদস্য দেবাশিস সরকার, জেলা ইউনিটের সম্পাদক রিন্টু দত্ত, বর্ষীয়ান জেলা ইউনিটের সদস্য তথা প্রাক্তন সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ। ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টারদের দাবি, তাঁরা তাঁদের প্রতিটি শ্রমিকদের জন্য ইএসআই পলিসি করান, যা দুর্ঘটনা ঘটলে চিকিৎসা করতে সাহায্য করে, সঙ্গে সরকারি ডব্লিউসিপলিসিও করা হয়। তাই যদি এই সার্কুলার লাগু হয় তবে তাঁরা আরও জোরদার আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন।

For All Latest Updates

TAGGED:

WBSECA

ABOUT THE AUTHOR

...view details