পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ নেই, দাবি শিশু অধিকার সুরক্ষা আয়োগের - শিশু অধিকার সুরক্ষা আয়োগ

রাজগঞ্জের দুই নাবালিকাকে গণধর্ষণের ঘটনার খোঁজ নিতে জলপাইগুড়ি আসেন রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী । আজ জলপাইগুড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি ।

Rajgunj rape case
Rajgunj rape case

By

Published : Sep 13, 2020, 7:47 PM IST

জলপাইগুড়ি, 13 সেপ্টেম্বর : রাজগঞ্জের নাবালিকা গণধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্টে কোথাও গণধর্ষণের উল্লেখ নেই । দাবি রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীর ।

নাবালিকা গণধর্ষণে খোঁজ নিতে এলেন WBCPCR-এর চেয়ারপার্সন

রাজগঞ্জের দুই নাবালিকাকে গণধর্ষণের ঘটনার খোঁজ নিতে জলপাইগুড়ি আসেন রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন । আজ জলপাইগুড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি । বৈঠকে ছিলেন জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন বেবি উপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা । ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর দ্য প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (WBCPCR)-এর চেয়ারপার্সন অন্যন্যা চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "মেডিকেল রিপোর্টে কোথাও গণধর্ষণের বিষয় পাওয়া যায়নি । গণধর্ষণ হলে শরীরে কিছু সেকেন্ডারি আঘাত থাকে । সেরকম আঘাত কোথাও পাওয়া যায়নি । যেহেতু দ্বিতীয় মেয়েটি পাঁচজনের নাম বলেছে, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে । তবে এখনই কোনও মন্তব্য করা উচিত হবে না । পুরো তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে । যেকোনও কিছুই ঘটতে পারে ।"

নির্যাতিতার গোপন জবানবন্দী নেওয়া হবে বলেও জানান তিনি । প্রসঙ্গত, চলতি মাসের 4 তারিখ রাজগঞ্জ ব্লকের সন্যাসিকাটা এলাকায় দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় পাঁচ যুবকের বিরুদ্ধে । জানা যায়, এরপর দুই নাবালিকাই আত্মসম্মান বাঁচাতে বিষ খায় । একজনের মৃত্যু হলেও এক নাবালিকা বেঁচে যায় । দুই নাবালিকা সম্পর্কে দুই বোন । বড় বোনের মৃত্যু হলেও ছোট বোন সুস্থ রয়েছে । নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details