ধুপগুড়ি, 3 জুন : ভালোবাসার দাম চেয়েছিলেন । ধরনা দিয়ে শেষ পর্যন্ত ভালোবাসার জয় ছিনিয়ে আনলেন ধুপগুড়ির অনন্ত বর্মণ । অবশেষে তাঁকে বিয়ে করলেন প্রেমিকা লিপিকা রায় ।
রবিবার বিকেল থেকে লিপিকার বাড়ির সামনে ধরনায় বসেন অনন্ত। তাঁর দাবি ছিল, লিপিকার সঙ্গে 8 বছরের প্রণয়ের সর্ম্পক রয়েছে । সম্প্রতি অন্য কারও সঙ্গে লিপিকার বিয়ের ব্যবস্থা করছে পরিবারের লোকজন । ভালোবাসাকে হারানোর ভয়ে রবিবার বিকেল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধরনায় বসেন অনন্ত ।