পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধরনা থেকে বিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে - marriage

ধরনা দিয়ে শেষ পর্যন্ত ভালোবাসার জয় ছিনিয়ে আনলেন ধুপগুড়ির অনন্ত বর্মণ । বিয়ে করলেন প্রেমিকা লিপিকা রায়কে ।

অনন্ত ও লিপিকা

By

Published : Jun 3, 2019, 9:17 PM IST

Updated : Jun 3, 2019, 10:39 PM IST

ধুপগুড়ি, 3 জুন : ভালোবাসার দাম চেয়েছিলেন । ধরনা দিয়ে শেষ পর্যন্ত ভালোবাসার জয় ছিনিয়ে আনলেন ধুপগুড়ির অনন্ত বর্মণ । অবশেষে তাঁকে বিয়ে করলেন প্রেমিকা লিপিকা রায় ।

রবিবার বিকেল থেকে লিপিকার বাড়ির সামনে ধরনায় বসেন অনন্ত। তাঁর দাবি ছিল, লিপিকার সঙ্গে 8 বছরের প্রণয়ের সর্ম্পক রয়েছে । সম্প্রতি অন্য কারও সঙ্গে লিপিকার বিয়ের ব্যবস্থা করছে পরিবারের লোকজন । ভালোবাসাকে হারানোর ভয়ে রবিবার বিকেল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধরনায় বসেন অনন্ত ।

ভিডিয়োয় দেখুন

এদিকে অনন্তর ধরনা ঘিরে এলাকায় প্রায় মেলা বসেছিল । ফুচকা, আলু-কাবলি, ঘুঘনি পসরা সাজিয়ে বসেছিলেন অনেকে । ধরনা দেখতে ভিড় জমিয়েছিলেন উত্সাহীরা ।

অবশেষে ভালোবাসার কাছে হার মানল পরিবারের জেদ। সোমবার বিকেলে অনন্তকে বিয়ে করতে রাজি হন লিপিকা । 24 ঘণ্টা পর 'যুদ্ধ' জিতে প্রেমিকার হাত ধরে বাড়ি ফেরেন অনন্ত ।

পরে তাঁর বাড়িতেই লিপিকার সিঁথিতে সিঁদুর পরান অনন্ত । সেখানে থেকে দু'জনে টোটোয় চেপে মন্দিরে যান আশীর্বাদ নিতে ।

Last Updated : Jun 3, 2019, 10:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details