জলপাইগুড়ি, 1 মার্চ : এবারের বিধানসভা নির্বাচনে করোনা আক্রান্তদের জন্য কোভিড হাসপাতাল হবে পোলিং স্টেশন। আর ডাক্তারবাবুরা হবেন পোলিং অফিসার। পিপিই কিট পরে কোভিড আক্রান্তদের ভোট নেবেন ভোটকর্মীরা। থাকবেন পর্যাপ্ত নিরাপত্তারক্ষী।
এবার করোনা আক্রান্তদের হাসপাতালেই যেমন ভোট নেওয়া হবে, তার পাশাপাশি 80 বছরের বয়সের বেশি যাঁরা আছেন তাঁরা যদি চান বাড়িতেই ভোট দেবেন তাহলে তাঁর বাড়িতে গিয়ে ভোটকর্মীরা ভোট করিয়ে নিয়ে আসবেন। সাথে থাকবেন নিরাপত্তাকর্মীরাও। ৪০% এর ওপর শারীরিক প্রতিবন্ধীদেরও বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে। তবে তার প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে। একই সঙ্গে কোনও করোনা আক্রান্ত রোগী যদি চান ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন তারও ব্য়বস্থা করেছে কমিশন। সেক্ষেত্রে সবশেষে ওই ভোটারের ভোট দেওয়ার সুযোগ থাকবে।