ধুপগুড়ি, 16 মার্চ : দিন দিন আন্ত্রিক রোগীর সংখ্যা বাড়ছে । বেশিরভাগ ক্ষেত্রেই ধুপগুড়ি পৌরসভা এলাকার বাসিন্দারা আন্ত্রিকে আক্রান্ত হচ্ছেন । পরিষেবা দিতে নাজেহাল হচ্ছে হাসপাতালের চিকিৎসক, নার্স ও ওয়ার্ডকর্মীদের । গত তিন দিনে আন্ত্রিকের উপসর্গ নিয়ে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রায় 200 রোগী ভরতি হয়েছে । শিশু থেকে প্রবীণ প্রায় 500-র বেশি রোগী হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা পরিষেবা নিয়েছেন ।
ধুপগুড়িতে আন্ত্রিকের প্রকোপ, আক্রান্ত প্রায় 700 - water problem
ধুপগুড়িতে আন্ত্রিক রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ।
রোগীদের দাবি, পৌরসভা এলাকায় যাঁরাই PHE পরিষেবায় পানীয় জল খাচ্ছেন তাঁরাই আক্রান্ত হচ্ছেন বেশি । তবে এপর্যন্ত এই ঘটনায় পৌরসভার পক্ষ থেকে কোনো সর্তকতা বা সচেতনতা মুলক প্রচার করা হয়নি বলেও দাবি করছেন ধুপগুড়িবাসীরা । শুধু সরকারি হাসপাতাল নয় আন্ত্রিক মোকাবিলার শহরের বিভিন্ন ওষুধের দোকানেও ভিড় করছেন সাধারণ মানুষ । ORS-এর সাময়িক আকাল দেখা দিয়েছিল রবিবার রাতে । যদিও আজ সকাল থেকে তা স্বাভাবিক হয়ে যায় ।
ধুপগুড়ি হাসপাতালে স্ত্রীর চিকিৎসা জন্য এসে অনিন্দ্য বড়ুয়া জানান, "পরিষেবা ঠিকঠাক পাচ্ছি । তবে কি কারণে এই ধরনের ঘটনা তা নিয়ে আমরা ধন্দে রয়েছি । ভয় হচ্ছে ।" ধুপগুড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কল্লোল কর জানান, "বমি,পায়খানার উপসর্গ নিয়ে ধুপগুড়ি থেকে মানুষ আসছে । চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত । চিকিৎসা চলছে ৷ আতঙ্কের কিছু নেই ।