পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: ভোটের ব্যালটেও কারচুপি হচ্ছে, অভিযোগ শুভেন্দুর

ফের শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন ৷ তিনি ইলেকশন ডিউটির ভোটের ব্যালটে কারচুপি করার অভিযোগ তুলেছেন ৷

panchayat elections 2023
শুভেন্দু অধিকারী

By

Published : Jul 3, 2023, 4:47 PM IST

ইলেকশন ডিউটি ভোটের ব্যালটে কারচুপির অভিযোগ শুভেন্দুর

জলপাইগুড়ি, 3 জুলাই:ইলেকশন ডিউটিতে থাকা কর্মীদের জন্য ব্যবহৃত ভোটের ব্যালটে কারচুপির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি সোমবার বলেন, "ইলেকশন ডিউটিতে ভোটের ব্যালটেও কারচুপি হচ্ছে ৷ এই ভোটে গোপনীয়তা থাকার কথা ৷ কিন্তু এই ভোটে কোনও গোপনীয়তা থাকছে না । এটা সরকারি কর্মচারীরা বলছেন । একাধিক ব্যালট ছাপার অভিযোগ আসছে ।"

শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ঘুরছেন তিনি ৷ সেখানে দেখেছেন, এই ভোটকে প্রহসনে পরিণত করতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন মাঠে নেমেছে । তাদের সাহায্য করছে এসপি, ডিএম, আইসি থেকে বিডিওরা ৷ তৃণমূল কংগ্রেস মাঠে নেই । তাদের কোনও অস্তিত্ব নেই ৷ তৃণমূল কেবল পুলিশ প্রশাসনের উপর নির্ভর করে রয়েছে ৷ তাঁর কথায়, এখন পর্যন্ত মৃত্যু মিছিল অব্যাহত । রবিবার বাসন্তীতে একজনের মৃত্যু হয়েছে । এদিন মানবাজার 2 নম্বর ব্লকের বাসিন্দা বঙ্কিম হাঁসদার দেহ পাওয়া গিয়েছে, তিনি বিজেপির বুথের সম্পাদক ছিলেন বলে জানান বিরোধী দলনেতা ।

এদিন শিলিগুড়ি থেকে ধূপগুড়িতে নির্বাচনী জনসভায় যাওয়ার পথে জলপাইগুড়ি অসমমোড়ে বিজেপি কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীকে স্বাগত জানান । সেখানে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি । এদিন ধূপগুড়িতে সভা রয়েছে তাঁর ৷ এরপর নাগরাকাটা ও ডাবগ্রাম ফুলবাড়িতে সভা করবেন শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন:ছাপ্পার জন্য তৃণমূল অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে, দাবি দিলীপের

প্রসঙ্গত, এর আগে ছাপ্পা ভোটের জন্য তৃণমূল অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে বলে অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও ৷ তিনি দাবি করেন, বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, তৃণমূল কংগ্রেস ভোট লুঠ করবে । সরকারি কর্মচারীরা ভয়ে ভোট নিতে যাবে না । এক্সট্রা ব্যালট ছাপানো হয়েছে সেগুলো ঢোকানো হবে । আর তাই করেই জিততে চাইছে তৃণমূল । এরপরে এদিন শুভেন্দু ইলেকশন ডিউটিতে থাকা কর্মীদের ভোটের ব্যালটে কারচুপির অভিযোগ করলেন ৷

ABOUT THE AUTHOR

...view details