জলপাইগুড়ি, 6 সেপ্টেম্বর: ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ৷ মঙ্গলবার দেশের 6টি রাজ্যের 7টি আসনে উপ-নির্বাচন ছিল ৷ তার মধ্যে অন্যতম রাজ্যের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র ৷ এদিন নির্বিঘ্নে কোনও অশান্তি ছাড়াই ভোটগ্রহণ পর্ব মিটেছে ৷ এই ভোটে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বন্দোবস্ত করে এলাকায় ৷ ভোটগণনা ও ফল ঘোষণা হবে 8 সেপ্টেম্বর ৷
8 জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট হয় ৷ সেদিন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হিংসার ঘটনার খবর পাওয়া গিয়েছিল ৷ কোথাও ভোট লুঠ, কোথাও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল ৷ আবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নানাভাবে হেনস্থা করার অভিযোগ সামনে এসেছে ৷ পঞ্চায়েত ভোটের অশান্তির পর্ব চলেছে ভোটের পরেও ৷ ভোট-পরবর্তী অশান্তিতে ঘরছাড়া হয়েছে বহু মানুষ ৷
এরপর 5 সেপ্টেম্বরে এই উপ-নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার পর ভোটাররা কেন্দ্রীয় বাহিনীর পক্ষেই সওয়াল করেছেন ৷ "আধা সেনাকেই সব ভোটে চাই", বলছেন ভোটাররা ৷ এদিন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে কোনও সন্ত্রাসের ঘটনা ঘটেনি ৷ ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগও মেলেনি ৷