পশ্চিমবঙ্গ

west bengal

Maynaguri Accident : আগুনের ফুলকি দেখতে পেয়েছিলেন স্টেশন মাস্টার, ভাইরাল অডিয়ো ঘিরে হইচই

By

Published : Jan 29, 2022, 6:56 PM IST

ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্ত চলাকালীন ভাইরাল হয়েছে একটি অডিয়ো ৷ মনে করা হচ্ছে, জলপাইগুড়ি রোড স্টেশন মাস্টারের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির চালক ও লেভেল ক্রসিং গার্ডের কথোপকথন সেটি ৷

Maynaguri Accident
Maynaguri Accident

জলপাইগুড়ি, 29 জানুয়ারি : কিছু একটা সমস্যা রয়েছে তা আগেই আন্দাজ করেছিলেন জলপাইগুড়ি রোড স্টেশনের স্টেশন মাস্টার ৷ বিষয়টি নিয়ে তিনি সতর্ক করার চেষ্টাও করেন ৷ দোমোহানি স্টেশনে বিষয়টি জানানো ছাড়াও গত 13 জানুয়ারি ময়নাগুড়িতে দুর্ঘটনাগ্রস্ত বিকানের-গুয়াহাটি ট্রেনের চালক ও লেভেল ক্রসিংয়ের গার্ডের সঙ্গেও কথা বলেন তিনি ৷ সম্প্রতি একটি অডিয়ো ভাইরাল হয়েছে ৷ অডিয়োটি জলপাইগুড়ি রোড স্টেশন মাস্টারের সঙ্গে ট্রেনের চালক ও গার্ডের কথোপকথনের বলে অনুমান করা হচ্ছে ৷ যদিও এর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

গত 13 ডিসেম্বর ময়নাগুড়ির দোমোহানিতে 15633 আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয় ৷ ট্রেনের 12টি বগি লাইনচ্যুত হয় ৷ একটি কামরার উপর আরও একটি কামরা উঠে যায় ৷ মৃত্যু হয় 9 জনের ৷ আহত হন 42 জনের মতো । নতুন বছরের প্রথমেই এমন দুর্ঘটনায় হইচই পড়ে যায় গোটা দেশে ৷ রেলের তরফে মৃত ও আহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয় ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তড়িঘড়ি ঘটনাস্থলে যান ৷ রেলের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷ যান্ত্রিক ত্রুটির তত্ত্ব উঠে এলেও চালকের কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ভাইরাল অডিয়ো ঘিরে হইচই

এদিকে তদন্ত চলাকালীন ভাইরাল হয়েছে একটি অডিয়ো ৷ মনে করা হচ্ছে, জলপাইগুড়ি রোড স্টেশন মাস্টারের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির চালক ও লেভেল ক্রসিং গার্ডের কথোপকথন সেটি ৷ কারণ অডিয়োতে ট্রেনের নম্বরটি (15633) উল্লেখ করছেন এক পুরুষ কন্ঠস্বর ৷ অডিয়োতে শোনা যাচ্ছে, পুরুষ কণ্ঠস্বরটি দোমোহানি স্টেশনে ফোন করে বলছেন, 15633 নম্বর ট্রেনের ইঞ্জিনের একদিকে আগুনের ঝলকানি দেখা যাচ্ছে ৷ এরপর গার্ড ও ট্রেনের চালকের সঙ্গেও কথা বলেন তিনি ৷ তবে চালক আশ্বস্ত করে বলেন, ব্রেক কষলে অমন আগুনের ঝলকানি দেখা যায় ৷ এতে চিন্তার কিছু নেই ৷ ভাইরাল অডিয়োটি সেখানেই শেষ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Maynaguri Accident : মেয়েকে দেখতে এসে হাসপাতালেই প্রাণ গেল মায়ের

অডিয়ো শুনে বোঝা যাচ্ছে, কেউ বা কারা একসঙ্গে এতজনের কথোপকথন একসঙ্গে জুড়ে দিয়েছেন ৷ কথোপকথন কীভাবে রেকর্ড হল তা নিয়েও প্রশ্ন উঠছে । এই অডিয়ো নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি । তবে অডিয়ো শুনে বোঝা যাচ্ছে, দুর্ঘটনার কবলে পড়া বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিনে সমস্যা আগেই ধরা পড়েছিল ৷ এবং তার রিপোর্টও হয়ে আসছিল । যদিও দুর্ঘটনা এড়ানো যায়নি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details