পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ময়ূরের পিছু নিল কুকুর, বাঁচালেন গ্রামবাসী - villagers rescue

ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামের ভাইলবাড়ি এলাকায় ধানের জমিতে ঘুরে বেরাচ্ছিল ময়ূরটি । সেই সময় এলাকার কিছু কুকুর ময়ূরটিকে তাড়া করে । ঘটনাটি চোখে পড়তেই ময়ূরটিকে উদ্ধার করে গ্রামবাসীরা ৷

ময়ূর উদ্ধার
ময়ূর উদ্ধার

By

Published : Mar 16, 2020, 5:47 PM IST

জলপাইগুড়ি, 16 মার্চ : লোকালয়ে কুকুরের আক্রমণ থেকে ময়ূরকে বাঁচালেন গ্রামবাসী ৷ পরে সেই ময়ূর দেখতে ভিড় জমান স্থানীয়রা। ময়নাগুড়ির ধওলাগুড়ি গ্রামের ঘটনা ৷

আজ ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামের ভাইলবাড়ি এলাকায় ধানের জমিতে ঘুরে বেরাচ্ছিল ময়ূরটি । সেই সময় এলাকার কয়েকটি কুকুর ময়ূরটিকে তাড়া করে । ঘটনাটি চোখে পড়লে ময়ূরটিকে উদ্ধারে নামেন গ্রামবাসী ৷ খবর দেওয়া হয় গোরুমারা বন্যপ্রাণী বিভাগ ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের ৷ আসেন বনকর্মীরাও ৷ ময়ূরটিকে নিয়ে যান বনকর্মীরা ৷

ময়ূরটিকে উদ্ধার করে গ্রামবাসীরা

ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় জানান, "মানুষ অনেক সচেতন হয়েছেন। তাই আমাদের খবর দিয়েছিলেন ৷ আমরা ময়ূরটিকে উদ্ধার করেছি ।"

বনকর্মীরা জানিয়েছেন, ময়ূরটিকে গোরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details