জলপাইগুড়ি, 18 এপ্রিল: জলপাইগুড়ির দুই সমাজসেবী স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর মেয়েকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ৷ এমনকী জলপাইগুড়ি পৌরসভায় চাকরি দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগ উঠল সুইসাইড নোটে নাম থাকা ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । ঘটনা ধামাচাপা দিতে দেওয়া হচ্ছে চাকরির প্রলোভনও ৷ এমনটাই অভিযোগ করেছেন মৃত অপর্ণা ও সুবোধ ভট্টাচার্যের মেয়ে তানিয়া ।
তিনি জানান, যেখানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ছাড়া চাকরি হয় না । সেখানে মূল অভিযুক্ত তাঁকে চাকরির প্রলোভন দিচ্ছেন । এদিকে চারদিক থেকে চাপ আসার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তানিয়া । যে কারণে তিনি জেলা পুলিশ সুপারের কাছেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন । যদিও তাঁর বাড়িতে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে । তানিয়া বলেন, "আমাকে বিজেপি মদত দিচ্ছে বলে রটাচ্ছেন সৈকত চট্টোপাধ্যায় । তাঁর সৎ সাহস থাকলে রাজনীতি না করে আমার প্রশ্নের উত্তর দিক ।" অন্যদিকে সুইসাইড নোটে নাম থাকা আর এক অভিযুক্ত জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর সন্দীপ ঘোষ পলাতক । তিনি ঘটনার পর থেকে নাকি বাড়িতেই নেই । এমনই দাবি তাঁর বাবার । সন্দীপের বাবা জানান, ছেলে কলকাতায় গিয়েছেন । তাঁর সঙ্গে যোগাযোগও হচ্ছে না ।
চলতি মাসের 1 তারিখ জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া মেইন রোডের বাসিন্দা আইনজীবী সুবোধ এবং অপর্ণা ভট্টাচার্য বিষ খেয়ে আত্মহত্যা করেন । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । একটি সুইসাইড নোট উদ্ধার হয় । সুইসাইড নোটের বয়ান অনুযায়ী, মৃত্যুর পিছনে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, কাউন্সিলর সন্দীপ ঘোষ, মনোময় সরকার ও সোনালি বিশ্বাসের হাত রয়েছে ৷ তাদেরই দায়ী করা হয়েছে । এরপর এই চারজনের নামে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুবোধ ভট্টাচার্যের দিদি তথা বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় । তারপর থেকেই দম্পতির মেয়ে তানিয়া ভট্টাচার্যের উপরে চাপ আসছে বলে অভিযোগ করেন তিনি । তানিয়া জানান, এতদিন সৈকত চট্টোপাধ্যায় বলছিলেন মৃতের মেয়ে কেন অভিযোগ করছেন না । এরপরেই নিরাপত্তাহীনতায় ভুগে অভিযুক্তদের নাম দিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন তানিয়া ।