জলপাইগুড়ি, 5 অক্টোবর : দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে এক সুরে বাম, কংগ্রেস ও তৃণমূলকে আক্রমণ করলেন মোদির মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তাঁর বক্তব্য, তিনি যদি ভগবান হতেন, তাহলে তিনি বাম, কংগ্রেস ও তৃণমূলকে অভিশাপ দিতেন ৷ কারণ, এই রাজনৈতিক দলগুলি সব সময় পশ্চিমবঙ্গের খারাপ চেয়েছে ৷
মঙ্গলবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে যোগ দেন কেন্দ্রের আইন ও বিচারমন্ত্রী কিরেণ রিজিজু ৷ এর পর তিনি সার্কিট বেঞ্চে গিয়ে কর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন । পরে দয়াল ভবনে বিশিষ্টজনের সঙ্গে আলোচনাসভায় যোগ দেন । এই অনুষ্ঠানগুলির ফাঁকেই তিনি এই কথা জানান ৷
আরও পড়ুন :Mamata Banerjee : শপথ সাতেই
একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে তোপ দাগেন তৃণমূল কংগ্রেস ৷ তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গ উত্তর-পূর্ব ভারতের বড় ভাই । কিন্তু বড় ভাই উন্নতি না করলে ছোট ভাইয়ের উন্নতি হবে না । এর জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার দরকার ছিল । কিন্তু উত্তরবঙ্গ দিয়েই আমাদের পরিবর্তন শুরু হয়েছে ।’’
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে কিরেণ রিজিজু এছাড়া তিনি আশ্বাস দেন যে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো যাতে তাড়াতাড়ি তৈরি হয়, সেই নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন ৷ তিনি বলেন, ‘‘এই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলব । খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন ৷ তারপরেই আমরা সার্কিট বেঞ্চকে শক্তিশালী করব ।
ভগবান হলে বাম-কংগ্রেস-তৃণমূলকে অভিশাপ দিতাম, দাবি মোদির মন্ত্রীর আরও পড়ুন :Sukanta Majumder: নিজের বাড়ি নোংরা, লোকের ঘর পরিষ্কার করতে যাচ্ছেন ; মমতাকে কটাক্ষ সুকান্তের
মঙ্গলবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে যোগ দেন মোদি সরকারের এই মন্ত্রী । এরপর তিনি সার্কিট বেঞ্চে গিয়ে কর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন । পরে দয়াল ভবনে বিশিষ্টজনের সঙ্গে আলোচনাসভায় যোগ দেন । তিনি বলেন, ‘‘গরিব মানুষের ন্যায়ের জন্য ঘুরতে আর হবে না । তাঁদের সহযোগিতা করা হবে । তাঁদের দুয়ারে আমরা পৌঁছাব । বিচার বিভাগকে আমরা আরও শক্ত করার চেষ্টা করছি ।’’
এদিন আইনজীবীদের পক্ষ থেকে জলপাইগুড়িতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দাবি করা হয় কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রীর কাছে । এদিন মন্ত্রী বলেন, ‘‘আমার কাছে আইনজীবীদের তরফে দাবি এসেছে । আমরা উত্তরবঙ্গের উন্নতির জন্য সার্কিট বেঞ্চকে মজবুত করার চেষ্টা করব, যাতে এখানে অনেক বিচারপতি বসতে পারেন তা দেখব । এখন দু-তিনজন বসছেন । আমার পক্ষ থেকে সব ধরনের সাহায্য আমি করব । উত্তরবঙ্গের মানুষকে বিচার পাওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না ৷’’
আরও পড়ুন :Sukanta Majumdar : মুখ্যমন্ত্রী চক্রান্ত রোগে আক্রান্ত ; কটাক্ষ সুকান্তের
এদিন সকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে সাফাই অভিযানে মন্ত্রীর সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়, জেলা সভাপতি বাপী গোস্বামী, দ্বীপেন প্রামাণিক-সহ অন্যরা ।