জলপাইগুড়ি, 1 ফেব্রুয়ারি : উত্তরবঙ্গের চা-শ্রমিকদের উন্নয়নের জন্য বিশেষ অর্থ বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে । আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে অসম ও পশ্চিববঙ্গের চা-শ্রমিকদের উন্নয়ন খাতে এক হাজার কোটি টাকা ঘোষণা করেছেন । এই ঘোষণায় চা-বাগানের শ্রমিকদের কিছু অংশ খুশি হলেও বিরোধী দলের শ্রমিক নেতারা জানিয়েছেন, চা-বাগানের শ্রমিকরা কিছুই পাবেন না, তবে মালিকদের লাভ হবে ।
উত্তরবঙ্গে মোট চা-বাগানের সংখ্যা প্রায় 300টি । গোটা উত্তরবঙ্গে এই চা-শিল্পের সঙ্গে জড়িত প্রায় সাড়ে তিন লাখ শ্রমিক । এছাড়াও চা-শিল্পের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় 15 লাখ মানুষ । ডুয়ার্সের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মোট আটটি চা-বাগান বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে । আর্থিক কারণে ধুঁকছে আরও প্রচুর চা-বাগান । আজকের এই বাজেটে বরাদ্দ ঘোষণার পর চা-বাগানের শ্রমিকদের একাংশ বললেন, কেন্দ্রীয় সরকার ভালো উদ্যোগ নিয়েছে, তবে বাস্তবায়িত হলে ভালো হবে ।