ধূপগুড়ি, 12 অগস্ট: বিদ্যুৎ দফতরের অবসরপ্রাপ্ত মহিলা কর্মীর বস্তাবন্দি দেহ উদ্ধার অন্যদিকে, চা বাগানের নর্দমা থেকে ব্যক্তির দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ ইতিমধ্যেই দুটি জায়গাতেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷
জানা গিয়েছে, শনিবার সকালে ধূপগুড়ি পুর এলাকার 5 নম্বর নং ওয়ার্ডের কলোনী পাড়ায় বস্তাবন্দি এক মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় ৷ মৃতার নাম পুষ্প গাইন (73) ৷ তিনি বিদ্যুৎ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর মেয়ে গৌরি সরকার অভিযোগ, মহিলার শরীরে থাকা অলংকারের প্রলোভনেই কেউ তাঁর মাকে খুন করতে পারে। তিনি বলেন, " আমি চা করে দিয়েছি ৷ মা চা খেয়ে বাজার করতে গিয়েছিলেন ৷ অনেকটা সময় কেটে যাওয়ার পর দেখি, মা আর আসে না ৷ তারপর সব আত্মীয়দের ফোন করি ৷ তারপর এলাকার বাসিন্দারা জানান, রাস্তায় একটা বস্তায় মহিলার দেহ পড়ে রয়েছে ৷ এসে দেখি মায়ের দেহ ৷" মৃত্যুর কারণ কী হতে পারে এই প্রসঙ্গে তিনি বলেন, "গলায় দেড়ভরি সোনার চেন পড়েছিলেন ৷ হাতে, কানেও সোনা পড়েছিলেন ৷ সেগুলো নেই ৷ হয়তো গয়নার জন্যই কেউ মাকে খুন করে থাকতে পারে ৷" স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত মহিলা শুক্রবার রাত থেকেই বাড়িতে ছিলেন না ৷ শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে ৷