পশ্চিমবঙ্গ

west bengal

জলপাইগুড়ি শহরে কোরোনার সংক্রমণ রুখতে প্রশাসনিক তৎপরতা

By

Published : Jun 6, 2020, 9:51 PM IST

Updated : Jun 6, 2020, 10:42 PM IST

এবার জলপাইগুড়ি শহরে কোরোনায় আক্রান্ত হলেন দুই স্বাস্থ্যকর্মী। এই নিয়ে ওই শহরে মোট কোরোনা আক্রান্ত হলেন তিন জন। জেলায় কোরোনাকে আটকাতে আজ জরুরি বৈঠক করলেন প্রশাসনিক কর্তারা।

জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী
স্যানিটাইজ় করা হচ্ছে সংক্রমিত এলাকা

জলপাইগুড়ি, 6 জুন : জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মী। এবার জলপাইগুড়ি পৌরসভা এলাকায় ছড়াল সংক্রমণ। এই নিয়ে জলপাইগুড়ি শহরে কোরোনা পজ়িটিভ কেস বেড়ে হল 3। তাই সংক্রমণ রুখতে শহরের চারটি এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করল জেলা প্রশাসন।

অন্যদিকে ময়নাগুড়িতে কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রশাসনিক বৈঠকে বসেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক পাপিয়া পাল জানান, "আমাদের কাছে গতকাল কোরোনা ভাইরাসের সংক্রমণের দুজনের রিপোর্ট এসেছে। তাই কীভাবে সংক্রমণ আটকানো যায় ও কোন কোন এলাকা নিয়ে বাফার জ়োন করা যায় তা নিয়ে আজ আমরা বৈঠকে বসেছিলাম।"

জলপাইগুড়ি কদমতলা দুর্গাবাড়ির পাশের ফ্ল্যাটটিকে কনটেনমেন্ট করা হয়েছে। কারণ ওই ফ্ল্যাটে আক্রান্ত স্বাস্থ্য কর্মী থাকতেন। এছাড়া আরও এক স্বাস্থ্যকর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন। তাঁর বাড়িও পৌরসভার 19 নং ওয়ার্ডে। সংক্রমিত ওই এলাকাকেও কনটেনমেন্ট জ়োন করা হবে।

আজ পৌরসভার আলোচনায় উপস্থিত ছিলেন ডেপুটি CMOH ডাঃ দেবাশিস রায়, SDO রঞ্জন কুমার দাস, পৌরসভার প্রশাসক পাপিয়া পাল,প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি, সন্দীপ মাহাত, নিপু শা, বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য আধিকারিক। পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানান, "সংক্রমিত এলাকা ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি সংক্রমিত কদমতলা, নিউটাউন পাড়া এলাকায় স্যানিটাইজ় করা হয়েছে।"

Last Updated : Jun 6, 2020, 10:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details