জলপাইগুড়ি, 22 সেপ্টেম্বর : নাগাল্যান্ড থেকে কলকাতায় আনা হচ্ছিল বলে খবর ছিল। সেইমতো চালানো হয় অভিযান ৷ আর সেই সময়ই জলপাইগুড়ির তিস্তা ব্রিজ সংলগ্ন বালাপাড়া এলাকায় একটি গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার ইয়াবা । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ৷ তাদের কাছ থেকে নগদ 60 হাজার টাকাও পাওয়া গেছে ৷
জলপাইগুড়ি থেকে উদ্ধার 1 কোটির ইয়াবা, গ্রেপ্তার 2 - জলপাইগুড়ি থেকে উদ্ধার 1 কোটির ইয়াবা, গ্রেপ্তার দুই
নাগাল্যান্ড থেকে কলকাতা আনার সময় জলপাইগুড়ি থেকে উদ্ধার এক কোটির ইয়াবা ।
গোপন সূত্রে খবর ছিলই । সেভাবেই জাল পেতেছিল জলপাইগুড়ি থানার পুলিশ । আজ বালাপাড়া এলাকায় নজরদারি চালানোর সময় তাদের চোখে পড়ে অসমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি । সেটিতেই তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে প্রায় ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় । গ্রেপ্তার করা হয়েছে শ্যাম ওয়াখলে(38) ও অজিত থাপা (36)-কে । এরা দু'জনেই মণিপুরের থোওবল জেলার বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে ।
ইয়াবার উৎপত্তি থাইল্যান্ডে । বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেটের নেশায় পড়ে প্রায় সর্বস্ব খুইয়েছে । কলকাতাতেও পার্টি ড্রাগ হিসেবে ব্যবহার করা হচ্ছে এই মাদক । এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রণে । ইদানিং না কি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় । কখনও আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের সঙ্গে ইনহেল করা হয় । থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারে । সেখান থেকেই ঢুকছে বাংলাদেশে । যা সীমান্ত পেরিয়ে এভাবেই চলে যায় কলকাতায় । আর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যুবক-যুবতিদের মধ্যে ।