পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Accident: অর্ধসমাপ্ত ফ্লাইওভারে বাইক চালাতে গিয়ে রেললাইনে আছড়ে পড়লেন 3, ঘটনাস্থলেই মৃত 2 - অর্ধসমাপ্ত ফ্লাইওভার

Two die one injured in Jalpaiguri Accident: অর্ধসমাপ্ত ফ্লাইওভারের উপর দিয়ে রাতের অন্ধকারে বাইক চালাতে গিয়ে রেললাইনে আছড়ে পড়লেন তিন জন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের ৷

Jalpaiguri Accident
জলপাইগুড়িতে দুর্ঘটনা

By

Published : Aug 22, 2023, 12:20 PM IST

Updated : Aug 22, 2023, 1:53 PM IST

জলপাইগুড়িতে দুর্ঘটনা

জলপাইগুড়ি, 22 অগস্ট:অর্ধসমাপ্ত লাটাগুড়ি ফ্লাইওভার থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দুই জনের । আশংকাজনক অবস্থা এক যুবকের । তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনার পরই অর্ধসমাপ্ত ফ্লাইওভারের খোলা অংশটি বন্ধ করে দিলেন ক্রান্তি ফাঁড়ির ওসি মনসুর উদ্দিন ।

অর্ধসমাপ্ত ফ্লাইওভারে রাতের অন্ধকারে উঠতে গিয়েই হয় বিপত্তি । ফ্লাইওভারে বাইক চালিয়ে যেতেই হঠাৎ করে শেষ হয়ে যায় ফ্লাইওভার । আর তখন ফ্লাইওভার থেকে ছিটকে বাইক নিয়ে রেললাইনের উপর আছড়ে পড়লেন বাইক আরোহীরা । ঘটনাস্থলেই এক যুবক ও এক যুবতীর মৃত্যু হয় ৷ আর এক যুবক প্রাণে বেঁচে গেলেও তাঁর অবস্থা আশংকাজনক ৷ তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

বাইকের নম্বর প্লেট দেখে জানা যায় যে, বাইকটির মালিক পাপ্পু রায় (28)। জলপাইগুড়ির পাহাড়পুর তাঁতিপাড়ায় তাঁর বাড়ি । মৃত যুবক পাপ্পু বলে প্রাথমিক ভাবে মনে করা হলেও, পাপ্পুর পরিবার জানিয়েছে যে ওই যুবক পাপ্পু নন ৷ ফলে মৃত দুই জন ও আহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি ৷

লাটাগুড়িতে নির্মীয়মাণ অর্ধসমাপ্ত ফ্লাইওভারের একটা অংশ খোলা ছিল । ফলে লাটাগুড়িতে নেওড়া মোড়ের দিকে ফ্লাইওভারের খোলা অংশ দিয়ে বাইক আরোহী উঠে পড়েন । তবে সেখান থেকে কয়েকশো মিটার এগনোর পর রেললাইনের মাঝের অংশের উপরে ফ্লাইওভারটি এখনও জোড়া হয়নি । ফলে হঠাৎ করে ফ্লাইওভারটি শেষ, তা বুঝে উঠতে পারেননি বাইকচালক ৷ তিনি ও আরও দুই আরোহী বাইক-সহ ফ্লাইওভারের উপর থেকে রেললাইনে আছড়ে পড়েন ।

আরও পড়ুন:মদনপুর স্টেশনে নতুন ট্রেনের দাবিতে রেল অবরোধ, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

এত উঁচু থেকে পড়ে গিয়ে বাইকটি দুমড়ে মুচড়ে যায় । এক যুবক রেললাইনের উপরে পড়েন । যুবতীটি রেললাইনের পাশে পাথরের উপর পড়েন ৷ আর অপর যুবক রেললাইনের পাশে জঙ্গলে গিয়ে পড়েন । সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই ঘটনা চোখে পড়ে স্থানীয়দের ৷ তাঁরা ক্রান্তি ফাঁড়ির পুলিশকে খবর দেন । পুলিশ দিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে আর আহত যুবককে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ।

লাটাগুড়ির চালসাগামী 31 নম্বর জাতীয় সড়কে বিচাভাঙা রেলওয়ে ক্রসিং-এর উপরে ফ্লাইওভারটি করা হচ্ছে বেশ কয়েক বছর ধরে ৷ এখনও তা সমাপ্ত হয়নি ৷ কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা স্পষ্ট না হলেও, পুলিশের অনুমান ওই তিন বাইক আরোহী নির্মীয়মাণ ফ্লাইওভার যে রেললাইনের উপর শেষ হয়ে গিয়েছে, তা বুঝতে না পেরেই বাইক নিয়ে সেখানে উঠে পড়েন ৷ ক্রান্তি ফাঁড়ির ওসি মনসুর উদ্দিন জানান, "তিনজনের নাম পরিচয় জানার চেষ্টা চলছে । তবে গাড়িটি পাপ্পুর এটা নিশ্চিত হওয়া গিয়েছে । আমরা ফ্লাইওভারের খোলা অংশটা বন্ধ করে দিয়েছি ।"

Last Updated : Aug 22, 2023, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details