পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাছের ছিপে হরিণের শিং

মাছ ধরতে গিয়ে প্রয়াত তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার হল দু'টি হরিণের সিং ৷ কীভাবে ওই পুকুরে হরিণের শিং এল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বনদপ্তর ৷

হরিণের শিং
হরিণের শিং

By

Published : Nov 25, 2020, 1:23 PM IST

জলপাইগুড়ি, 25 নভেম্বর : মাছ ধরতে গিয়ে ছিপে উঠে এল হরিণের শিং । পুকুর থেকে একে একে এভাবে দু'টি হরিণের শিং উঠে আসে ৷ সেই সিং বেলাকোবা রেঞ্জ অফিসে জমা দেন রাজগঞ্জের সোনার বাড়ির বাসিন্দা ভরত বসাক ৷ তদন্তে নেমেছে বনদপ্তর ৷

শিকারপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত সোনার বাড়ি এলাকায় একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন ভরত ৷ সেই সময় উঠে আসে দু'টি হরিণের শিং। উদ্ধার হওয়া শিং-এর মধ্যে একটি বেলাকোবা পুলিশ ফাঁড়ি এবং অন্যটি বেলাকোবা রেঞ্জ অফিসে জমা করেন । বলেন, "আমাকে বেলাকোবা রেঞ্জ অফিস থেকে 200 টাকা দেওয়া হয়েছে ।"

বেলাকোবার রেঞ্জ অফিসার নীলা রাই বলেন, "ভরত বসাক নামে একজন হরিণের শিং উদ্ধার করে আমাদের জমা দিয়েছেন । মাছ ধরতে গিয়ে হঠাৎ তাঁর হাতে উঠে আসে হরিণের শিং ।" কীভাবে পুকুরে হরিণের শিং এল তা তদন্ত করে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details