পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসের ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর

কাজ করে মোটর বাইকে করে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রঙধামালি এলাকায়।

two bike riders died
মৃত্যু দুই বাইক আরোহীর

By

Published : Nov 7, 2020, 4:53 PM IST

জলপাইগুড়ি, 7 নভেম্বর : বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রংধামালি এলাকায়। শুক্রবার রাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার একটি বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থানে একজনের মৃত্যু হয়। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসারত অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।

মৃত দুই মোটরবাইক আরোহী হলেন প্রসেনজিৎ মণ্ডল ও দেবাশিস সাউ। বাড়ি রাজগঞ্জ ব্লকের আমবাড়ি এলাকায়। তাঁদের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রসেনজিৎ ও দেবাশিস কাজ সেরে ময়নাগুড়ি থেকে আমবাড়ি ফিরছিলেন মোটরবাইকে করে। জলপাইগুড়ি রংধামালি এলাকায় একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় দেবাশিসের । গুরুতর আহত প্রসেনজিৎকে স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে। সেখানেই প্রসেনজিৎ মারা যান।

প্রসেনজিৎ ও দেবাশিস দুই বন্ধু একসঙ্গে কাজ করতেন। মৃত দুইজনের পরিবারে স্ত্রী ও সন্তান রয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ দু'টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।

ABOUT THE AUTHOR

...view details