জলপাইগুড়ি, 14 ফেব্রুয়ারি : এটিএম লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার 2 দুষ্কৃতী। জলপাইগুড়ির ধুপগুড়ি থানার পুলিশ শালবাড়ি এলাকা থেকে ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম বিক্রম বিশ্বাস ও কমল চন্দ্র।
এটিএম লুটের চেষ্টা, জলপাইগুড়িতে ধৃত 2 দুষ্কৃতী - ধুপগুড়ি
12 ফেব্রুয়ারি রাতে ধুপগুড়ির রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা করছিল ওই দুষ্কৃীতরা ৷ তবে, অ্যালার্ম বেজে ওঠায় লুট না করেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা ৷ এমনকী সেখান দিয়ে একটা রিক্সাওয়ালা যাচ্ছিলেন ৷ তিনি স্থানীয় একটি মন্দিরে গিয়ে সবাইকে জানিয়ে দেওয়ায় দুষ্কৃতীরা বিশেষ সুবিধা করতে পারেনি ৷
আরও পড়ুন : জলপাইগুড়িতে ডাইনি অপবাদে পিটিয়ে খুন, গ্রেপ্তার 7
জলপাইগুড়ির অতিরিক্ত জেলা পুলিশ সুপার(গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া জানান, 12 ফেব্রুয়ারি রাতে ধুপগুড়ির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা করছিল ওই দুষ্কৃীতরা ৷ তবে, অ্যালার্ম বেজে ওঠায় লুঠ না করেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা ৷ এমনকী সেখান দিয়ে একটা রিকশাওয়ালা যাচ্ছিলেন ৷ তিনি স্থানীয় একটি মন্দিরে গিয়ে সবাইকে জানিয়ে দেওয়ায় দুষ্কৃতীরা বিশেষ সুবিধা করতে পারেনি ৷ অন্যদিকে, একটি বেসরকারি ব্যাঙ্কেও লুটের চেষ্টা করেছিল এই দু’জন ৷ সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ গতকাল রাতে এই দুইজনকে গ্রেপ্তার করেছে।