পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়ির তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বদল - মহুয়া গোপ

আজ জলপাইগুড়ি জেলার তৃণমূল সভাপতি কিষাণ কল্যানী সাংবাদিক সম্মেলন করে মহুয়া গোপের নাম ঘোষণা করেন । তিনি বলেন, "আগের সভাপতিকে সরিয়ে মহুয়া গোপকে মহিলা কংগ্রেসের সভানেত্রী করা হল ।" মহুয়া গোপ জানান, "দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব । বড় দায়িত্ব পেয়েছি সেটা ভালোভাবে করতে চাই ।"

jalpaiguri news
jalpaiguri news

By

Published : Sep 13, 2020, 7:39 PM IST

জলপাইগুড়ি, 13 সেপ্টেম্বর : তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী বদলকে ঘিরে আলোচনার বিষয় হয়ে দাঁড়াল জলপাইগুড়ি জেলায় । জেলা সভানেত্রী হলেন মহুয়া গোপ। জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী ছিলেন সাগরিকা সেন তার পরিবর্তে মহুয়া গোপকে জেলা মহিলা সভানেত্রী করা হয় । দির্ঘদিন থেকেই তৃণমূল দল করে আসছেন মহুয়া গোপ । এর আগে মালবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদে ছিলেন তিনি। 2009 সাল থেকে ক্রান্তি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী হিসেবে কাজ করছেন ।

আজ জেলার তৃণমুল সভাপতি কিষাণ কল্যানী সাংবাদিক সম্মেলন করে মহুয়া গোপের নাম ঘোষণা করেন । তিনি বলেন, "আগের সভাপতিকে সরিয়ে মহুয়া গোপকে মহিলা কংগ্রেসের সভানেত্রী করা হল ।" মহুয়া গোপ জানান, "দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব । বড় দায়িত্ব পেয়েছি সেটা ভালোভাবে করতে চাই ।"

এদিকে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভানেত্রী সাগরিকা সেন বলেন, "জেলা তৃণমূল সভাপতি আমাকে সরিয়ে দিলেন । তিনি আমাকে কখনই সভানেত্রী মানতেন না । দলটাকে ভাসিয়ে দিচ্ছেন তিনি । আমি আজ থেকে বসে গেলাম । কিষাণ কল্যানী যতদিন আছে আমি দলের জন্য কাজ করব না । তবে তৃণমূলকেও ভোট দেব । দলের বিরুদ্ধে যাব না ।"

তবে কিষাণ কল্যানী যেভাবে নিজের লোকেদের দিয়ে দল চালাচ্ছেন তা দলের ক্ষতি হচ্ছে বলে সাগরিকা সেন অভিযোগ করেন।

ABOUT THE AUTHOR

...view details