জলপাইগুড়ি, 14 ডিসেম্বর : তিনদিনের উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি পৌঁছালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামীকাল জলপাইগুড়িতে দলীয় সভা করবেন তিনি ৷ তারপর কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন ৷ আজ জলপাইগুড়ির পুলিশ লাইনে অস্থায়ী হেলিপ্যাডে নামে মুখ্যমন্ত্রীর চপার ৷ সেখান থেকে তিনি পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠির উদ্দেশ্যে রওনা দেন ৷ আজই সেখানে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিধায়ক ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন।
আগামীকাল জলপাইগুড়ি শহরে জনসভা করবেন তৃণমূল নেত্রী। অন্যবার চা বলয়ে সভা করলেও এই প্রথম জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে জনসভা করবেন তিনি ৷ শেষবার 2019-র সেপ্টেম্বরে সার্কিট বেঞ্চের উদ্বোধন করতে জলপাইগুড়ি এসেছিলেন মুখ্যমন্ত্রী । বিধানসভা নির্বাচনের আগে এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ।