পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পালটা আক্রমণ করে BJP কার্যালয় দখল করা হবে, হুঁশিয়ারি তৃণমূল নেতার - tmc party office

বিজয় মিছিল করতে না দেওয়ার জন্য তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে

তৃণমূলের কার্যালয়

By

Published : Jun 9, 2019, 2:50 PM IST

Updated : Jun 9, 2019, 2:57 PM IST

জলপাইগুড়ি, 9 জুন : শনিবার ময়নাগুড়ির সাপ্টিবাড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে দখল করার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । পরে রাতে এলাকায় গিয়ে ওই কার্যালয়ে ফের তৃণমূলের পতাকা লাগিয়ে দেন তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি । সৈকত বলেন, "লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ওরা (BJP) আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে । সাপ্টিবাড়ি ও পদমতির পঞ্চায়েত প্রধানদের বন্দুক দেখিয়ে BJP-তে যোগদান করতে বাধ্য করেছে । শনিবার দুপুর 2টা নাগাদ সাপ্টিবাড়ি-1 এলাকায় বিজয় সেনের নেতৃত্বে BJP-এর পতাকা নিয়ে আমাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়। বিষয়টি পুলিশকে জানাই ও কার্যালয়টি উদ্ধার করি । কিন্তু যদি BJP-এর হার্মাদরা মনে করে এই ভাবে মারামারি করে কার্যালয় দখল নেবে, তখন পালটা আক্রমণ হবে ও BJP কার্যালয় দখল করা হবে।"

দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, সাপ্টিবাড়িতে BJP নেতা-কর্মীরা শনিবার বিজয় মিছিল ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিল । কিন্তু বিজয় মিছিল করা যাবে না বলে প্রশাসনের তরফে জানানোর পরেই ক্ষোভে ফেটে পড়ে BJP কর্মীরা । এরপর সাপ্টিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের পাশেই তৃণমূলের দখলে থাকা কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ।

যদিও, BJP-র ময়নাগুড়ি (উত্তর) ব্লক সভাপতি বীরেন্দ্রনাথ শর্মা অভিযোগ অস্বীকার করে বলেন, "আমরা কারো পার্টি অফিসের দখল নিইনি। আসলে ওটা একজনের মালিকানাধীন সম্পত্তি। স্থানীয় বাসিন্দা প্রবীর রায়ের জমি দখল করেই তৃণমূল পার্টি অফিস গড়েছিল । আমাদের কর্মীরা প্রবীরবাবুর সম্পত্তি তাঁকে ফিরিয়ে দিয়েছে । আমাদের বিজয় মিছিল করতে না দেওয়ার জন্যই কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে ও তারপর এমন ঘটনা ঘটে।"

Last Updated : Jun 9, 2019, 2:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details