পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ - কৃষ্ণকুমার কল্যানী তৃণমূলের জেলা সভাপতি পদে বসার পর আজ প্রথম বৈঠক

জলপাইগুড়ি জেলা কমিটির বৈঠক থেকে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এসে জেলা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করলেন তৃণমূলের প্রবীণ নেত্রী সাগরিকা সেন । তাঁর অভিযোগ, জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী দলটি শেষ করে দিচ্ছেন । জেলা সভাপতির কাছে অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন ।

সাগরিকা সেন
সাগরিকা সেন

By

Published : Jan 13, 2021, 7:51 PM IST

জলপাইগুড়ি, 13 জানুয়ারি : জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী দলকে শেষ করে দিচ্ছেন । জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এমনই কথা বলেন রাজ্য মহিলা তৃণমূলের সহ সম্পাদিকা সাগরিকা সেন । এদিন কাঁদতে কাঁদতে তৃণমূল কংগ্রেসের অফিস থেকে বেরিয়ে যান তিনি ।

লোকসভা নির্বাচনের পর দলের সভাপতি পালটে দেওয়া হয় । 2019 সালের জুলাই মাসে কৃষ্ণকুমার কল্যাণী তৃণমূলের জেলা সভাপতি পদে বসেন । এরপর আজ প্রথম জেলা কমিটির বৈঠক হয় । যদিও জলপাইগুড়ি সমাজপাড়া জেলা কার্যালয়ে বৈঠকে গড় হাজির ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস, জেলা তৃণমূলের অন্যতম নেতা তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ।

আজ জেলা কমিটির বৈঠকে দলের কথা বলতে আসেন জেলা মহিলা তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী তথা রাজ্য সহ সম্পাদিকা সাগরিকা সেন । জেলা কমিটিতে জায়গা করে দেওয়ার আর্জি জানান তিনি । তিনি দলের জন্য কাজ করতে চান বলেও জানান । কিন্তু জেলা সভাপতি তাঁর কোনও কথাই শুনতে চাননি বলে অভিযোগ । এতেই ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে দলীয় কার্যালয় থেকে বাইরে বেরিয়ে আসেন সাগরিকা সেন । বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন তিনি । এর সাথে আরও অভিযোগ করে বলেন, কৃষ্ণকুমার কল্যাণী দলকে শেষ করে দিচ্ছে৷

জলপাইগুড়ি জেলা কমিটির বৈঠক থেকে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসেন তৃণমূলের প্রবীণ নেত্রী সাগরিকা সেন

আরও পড়ুন : ময়নাগুড়িতে বাইসনের হামলায় জখম 3

এবিষয়ে কৃষ্ণকুমার কল্যাণী বলেন, দলের রাজ্য নেতৃত্ব সাগরিকা সেনকে সরিয়ে তাঁকে রাজ্য মহিলার সহ সভানেত্রী করেছেন । সেই জন্যই তাঁর কিছু করার নেই বলে জানান তিনি । এর সাথে আরও বলেন, "আমরা চাই তাঁকে দলের কাজে লাগাতে । সেই কারণেই তাঁকে বৈঠকে ডাকা হয়েছে ।" অন্যদিকে মোহন বোস বৈঠকে না আসার বিষয়ে তিনি বলেন, "উনি অসুস্থ মানুষ তাঁকে নিয়ে আমি কোনও মন্তব্য করব না । মোহন বসুকে আজ বৈঠকে ডাকা হয়েছিল তিনি আসেননি । তৃণমূল কংগ্রেস কারও দুয়ারে গিয়ে ভিক্ষা করে না ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details