জলপাইগুড়ি, 7 ডিসেম্বর : বর্তমান জেলা সভাপতির গুড বুকে না থাকা নেতাদেরকেই ব্লক সভাপতি পদে বসালেন শাখা সংগঠনের নেতা । জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি ঘোষণা হয় । আজ জলপাইগুড়ি জেলা তৃণমূলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল দেবনাথ।
জলপাইগুড়ি সদর 1-এর ব্লক সভাপতি হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিতাই কর ৷ টাউন ব্লক সভাপতি করা হয়েছে জলপাইগুড়ি পানশালা কাণ্ডে অভিযুক্ত ধরম পাশোয়ানকে । অন্যদিকে বানারহাটের প্রাক্তন ব্লক সভাপতি রাজ্য গুরুংকে বানারহাটের ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । অপরদিকে, নাগরাকাটা ও মেটেলি-র ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে অমরনাথ ঝাক ও সোনা সরকারকে ৷
দুলাল দেবনাথ জানান, "সন্দীপ মাহাতকে সংগঠনের জেলার মুখপাত্র করা হয়েছে । যারা দলের আগে গুরুত্বপূর্ণ পদে ছিল তাঁরা বর্তমানে জেলা তৃণমূলের কোনও পদ পাননি তাই তাঁদের পদ দেওয়া হয়েছে । যাতে তাঁরা দলের কাজ ভালো করে করতে পারেন ।"