শিলিগুড়ি, 13 অগাস্ট : হাতে আর মাত্র দুটো দিন ৷ 15 অগাস্ট সকালে দেশজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস ৷ ঠিক এই পরিস্থিতিতে গতরাতে কয়েক মিনিটের ঝড়ে ছিন্নভিন্ন হয়ে গেছিল নিউ জলপাইগুড়ি স্টেশনের সবচেয়ে বড় জাতীয় পতাকা ৷ ঝড় থামলেও বিষয়টি নজরে আসেনি কোনও প্রশাসনিক আধিকারিকের ৷ গতরাতেই ছিন্নভিন্ন জাতীয় পতাকা দেখে এক যাত্রী বিষয়টি নিয়ে টুইট করেন । বিষয়টি নজরে আসার পর টনক নড়ে রেল কর্তৃপক্ষের ৷ রাতেই তড়িঘড়ি নামানো হয় ছিন্নভিন্ন ওই জাতীয় পতকা । আজ বিকেলে ফের সেই দণ্ডে লাগানো হয় জাতীয় পতাকা ৷
ঝড়ে ছিন্নভিন্ন নিউ জলপাইগুড়ির সবচেয়ে বড় জাতীয় পতাকা, যাত্রীর টুইটে হুঁশ ফিরল রেলের - NATIONAL_FLAG_TEAR-UP
নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের প্রবেশ পথে 100 ফুট উচ্চতার দণ্ডে লাগানো ছিল ওই বিশালাকার জাতীয় পতকা । যার দৈর্ঘ্য আনুমানিক 20 ফুট । সুবিশাল এই জাতীয় পতকা 24 ঘণ্টায় লাগান থাকত । জাতীয় পতাকার চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল । কিন্তু, সম্প্রতি দমকা হাওয়ার জেরে জাতীয় পতকাটি দঁড়ির সঙ্গে ফেঁসে যায় । গতরাতের মিনিট কয়েকের ঝড়ে ছিন্নভিন্ন হয়ে যায় সেটি ।
নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের প্রবেশ পথে 100 ফুট উচ্চতার দণ্ডে লাগানো ছিল ওই বিশালাকার জাতীয় পতকা । যার দৈর্ঘ্য আনুমানিক 20 ফুট । সুবিশাল এই জাতীয় পতকা 24 ঘণ্টায় লাগান থাকত । জাতীয় পতাকার চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল । কিন্তু, সম্প্রতি দমকা হাওয়ার জেরে জাতীয় পতকাটি দঁড়ির সঙ্গে ফেঁসে যায় । গতরাতের মিনিট কয়েকের ঝড়ে ছিন্নভিন্ন হয়ে যায় সেটি ।
বিষয়টি রাতেই নজরে আসে বেশকিছু গাড়িচালক সহ রেল যাত্রীদের । গতরাতে এক যাত্রী এনিয়ে টুইট করেন । বিষয়টি রেল কর্তাদের নজরে আসতেই তড়িঘড়ি নামানো হয় ছিঁড়ে যাওয়া জাতীয় পতকা । বাপি সাহা নামে এক লটারি বিক্রেতা বলেন, "ঘটনার সময় স্টেশন চত্বরেই ছিলাম । দমকা হাওয়ায় জাতীয় পতকাটি ছিঁড়ে যায় । এটি শহরের সব থেকে বড় জাতীয় পতকা ।"
গাড়িচালক বিক্রম সরকার বলেন, "পতাকাটি দিন কয়েক আগে দড়ির সঙ্গে ফেঁসেছিল । এরপর ঝড়ে সেটি ছিঁড়ে যায় । পরে রাতে পতাকাটি রেলের তরফে নামানো হয় ৷" অপর এক গাড়িচালক বিমল সরকার বলেন, "চোখের সামনেই সেটি ছিঁড়ে গেল । আমরা চাই দ্রুত সেটি লাগানো হোক।" ADRM (NJP) পার্থ প্রতিম রায় বলেন, "কাজ চলছে । দ্রুত নতুন করে জাতীয় পতাকা লাগানো হবে ।"