বড় ঘোষণা পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর জলপাইগুড়ি, 4 জানুয়ারি:নতুন বছরের উপহার হিসেবে সাড়ে আট লক্ষ গাড়ির জরিমানা মুকুব করছে পরিবহণ দফতর । বকেয়া জরিমানার পরিমাণ প্রায় 2600 কোটি টাকা ৷ জলপাইগুড়ি এসে বৃহস্পতিবার এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । পরিবহণ মন্ত্রীর দাবি, রাজ্যে সাড়ে 12 লক্ষ গাড়ি রয়েছে ৷ তার মধ্যে সাড়ে আট লক্ষ গাড়ির ফিটনেস নেই ৷ সেগুলির করও জমা পরেনি ৷ এমনকী পারমিট রিনিউ করাও হয়নি । তাই সেই সাড়ে আট লক্ষ গাড়িকে জরিমানা করা হয়েছিল ৷ সেই গাড়িগুলির জরিমানা এবার মুকুব করে দিল পরিবহণ দফতর ৷ গাড়ির কর দিয়ে দিলেই চলবে ৷
রাজ্যজুড়ে দু'মাসের মধ্যে কর,ফিটনেস ও পারমিট রিনিউ করলে জরিমানা মুকুবের এই সুবিধা মিলবে পরিবহণ দফতরের তরফে । পারমিট রিনিউ করতে চাইলেও জরিমানা মকুব হবে । রাজ্যে গাড়ি মালিকদের কাছে প্রায় 600 কোটি জরিমানা পরে রয়েছে বলে মন্ত্রী জানান । কর দিলে সেই সব টাকা মুকুব করে দেবে রাজ্য পরিবহণ দফতর । এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ।
মন্ত্রী বলেন, "ওয়েভার স্কিমে দু'মাসের জন্য আমরা সব জরিমানা মুকুব করে দিচ্ছি । এটা নতুন বছরের উপহার ৷ যাতে বৈধ কাগজ নিয়ে রাস্তায় মানুষজন চলতে পারেন তাই এই সুবিধা দেওয়া হচ্ছে । ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চলতে পারে না । রাজ্যের সাড়ে 12 লক্ষ গাড়ির মধ্যে আট লক্ষ গাড়ির ফিটনেস করানো হয়নি ৷ করও বাকি আছে । পারমিট রিনিউ করা হয়নি । কয়েক বছর ধরেই এটা জমা পড়ে আছে । তাদের জন্যই এই সুযোগ । সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি, গাড়ির ফিটনেস করিয়ে নিন । ট্যাক্স জমা দিয়ে দিন ৷"
1 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে গাড়ির বকেয়া কর জমা করলে তার উপরে ধার্য হওয়া জরিমানা 100 শতাংশ মকুব করবে পরিবহণ দফতর । শুধু তাই নয়, একইভাবে ফিটনেস এবং পারমিট না থাকায় যে সমস্ত গাড়ির মোটা অঙ্কের জরিমানা হয়েছে তাদেরও জরিমানাতে পুরোপুরি ছাড় দেবে পরিবহণ দফতর । সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে ফিটনেস ও পারমিট করালে সম্পূর্ন জরিমানা মকুব করা হবে ।
আরও পড়ুন:
- গাড়ি জরিমানায় কয়েক হাজার কোটি টাকা মুকুবের সিদ্ধান্ত পরিবহণ দফতরের
- বিক্ষোভ নয়, ভোটবাক্সে নয়া আইনের বিরুদ্ধে সরবের বার্তা পরিবহণ মন্ত্রীর
- 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক, তাই বাস ভাড়া বাড়ছে না', মন্তব্য পরিবহণ মন্ত্রীর