পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাড়ে আট লক্ষ গাড়ির 2600 কোটি টাকা জরিমানা মুকুব, মানতে হবে এই শর্ত - Transport Department

Transport Minister Snehasis Chakraborty: নতুন বছরে বড় ঘোষণা পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ৷ সাড়ে আট লক্ষ গাড়ির 2600 কোটি টাকা জরিমানা মুকুব করছে রাজ্য ৷ সুবিধা পেতে অবশ্য শর্ত মানতে হবে ৷

Transport Minister Snehasis Chakraborty
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 7:09 PM IST

Updated : Jan 4, 2024, 7:37 PM IST

বড় ঘোষণা পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

জলপাইগুড়ি, 4 জানুয়ারি:নতুন বছরের উপহার হিসেবে সাড়ে আট লক্ষ গাড়ির জরিমানা মুকুব করছে পরিবহণ দফতর । বকেয়া জরিমানার পরিমাণ প্রায় 2600 কোটি টাকা ৷ জলপাইগুড়ি এসে বৃহস্পতিবার এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । পরিবহণ মন্ত্রীর দাবি, রাজ্যে সাড়ে 12 লক্ষ গাড়ি রয়েছে ৷ তার মধ্যে সাড়ে আট লক্ষ গাড়ির ফিটনেস নেই ৷ সেগুলির করও জমা পরেনি ৷ এমনকী পারমিট রিনিউ করাও হয়নি । তাই সেই সাড়ে আট লক্ষ গাড়িকে জরিমানা করা হয়েছিল ৷ সেই গাড়িগুলির জরিমানা এবার মুকুব করে দিল পরিবহণ দফতর ৷ গাড়ির কর দিয়ে দিলেই চলবে ৷

রাজ্যজুড়ে দু'মাসের মধ্যে কর,ফিটনেস ও পারমিট রিনিউ করলে জরিমানা মুকুবের এই সুবিধা মিলবে পরিবহণ দফতরের তরফে । পারমিট রিনিউ করতে চাইলেও জরিমানা মকুব হবে । রাজ্যে গাড়ি মালিকদের কাছে প্রায় 600 কোটি জরিমানা পরে রয়েছে বলে মন্ত্রী জানান । কর দিলে সেই সব টাকা মুকুব করে দেবে রাজ্য পরিবহণ দফতর । এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ।

মন্ত্রী বলেন, "ওয়েভার স্কিমে দু'মাসের জন্য আমরা সব জরিমানা মুকুব করে দিচ্ছি । এটা নতুন বছরের উপহার ৷ যাতে বৈধ কাগজ নিয়ে রাস্তায় মানুষজন চলতে পারেন তাই এই সুবিধা দেওয়া হচ্ছে । ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চলতে পারে না । রাজ্যের সাড়ে 12 লক্ষ গাড়ির মধ্যে আট লক্ষ গাড়ির ফিটনেস করানো হয়নি ৷ করও বাকি আছে । পারমিট রিনিউ করা হয়নি । কয়েক বছর ধরেই এটা জমা পড়ে আছে । তাদের জন্যই এই সুযোগ । সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি, গাড়ির ফিটনেস করিয়ে নিন । ট্যাক্স জমা দিয়ে দিন ৷"

1 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে গাড়ির বকেয়া কর জমা করলে তার উপরে ধার্য হওয়া জরিমানা 100 শতাংশ মকুব করবে পরিবহণ দফতর । শুধু তাই নয়, একইভাবে ফিটনেস এবং পারমিট না থাকায় যে সমস্ত গাড়ির মোটা অঙ্কের জরিমানা হয়েছে তাদেরও জরিমানাতে পুরোপুরি ছাড় দেবে পরিবহণ দফতর । সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে ফিটনেস ও পারমিট করালে সম্পূর্ন জরিমানা মকুব করা হবে ।

আরও পড়ুন:

  1. গাড়ি জরিমানায় কয়েক হাজার কোটি টাকা মুকুবের সিদ্ধান্ত পরিবহণ দফতরের
  2. বিক্ষোভ নয়, ভোটবাক্সে নয়া আইনের বিরুদ্ধে সরবের বার্তা পরিবহণ মন্ত্রীর
  3. 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক, তাই বাস ভাড়া বাড়ছে না', মন্তব্য পরিবহণ মন্ত্রীর
Last Updated : Jan 4, 2024, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details