পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনা চিকিৎসায় মৃত্যু করোনা রোগীর ,দায় এড়ালো কোভিড হাসপাতাল - corona virus

হাসপাতালে বেড না পেয়েই বিনা চিকিৎসায় মৃত্যু করোনা রোগীর ৷ পরিবারের অভিযোগ বেড থাকা সত্ত্বেও তাঁকে ভর্তি নেয়নি কোভিড হাসপাতাল ৷ বিপাকে পরিবার।

বিনা চিকিৎসায় মৃত্যু
বিনা চিকিৎসায় মৃত্যু

By

Published : Apr 27, 2021, 1:52 PM IST

জলপাইগুড়ি , 27 এপ্রিল : হাসপাতালে বেড নেই জানিয়ে দেয় কোভিড হাসপাতাল ৷ অগত্যা বাড়িতেই চিকিৎসারত অবস্থায় মারা গেলেন করোনা আক্রান্ত গৃহবধূ ৷ পরিবারের অভিযোগ বেড থাকলেও তাঁকে ভর্তি নেয়নি কোভিড হাসপাতাল ৷

মৃতের নাম সন্ধ্যা রায় (41)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের 2নং ওয়ার্ডের অন্তর্গত ওয়াকার গঞ্জে ৷

পরিবারের তরফ থেকে জানানো হয় , সন্ধ্যা রায় আগে থেকেই রক্তাকল্পতায় ভুগছিলেন ৷ সোমবার তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানে অ্যান্টি ব়্যাপিড পরীক্ষা করা হলে জানা যায় , তিনি করোনা পজ়িটিভ ৷

আরও পড়ুন :করোনা রুখতে বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ

পরিবারের দাবি , তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ আসার পরই কোভিড হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় বেড নেই ৷ ওইদিন রাতে বাড়িতেই অক্সিজেন দিয়ে রাখা হয় সন্ধ্যা রায়কে ৷ রাত দেড়টা নাগাদ মারা যান তিনি ৷

বিনা চিকিৎসায় মৃত্যু করোনা রোগী

মঙ্গলবার সরকারি হাসপাতালের দ্বারস্থ হন পরিবার ৷ কিন্তু যাবতীয় দায় এড়িয়ে যায় ওই কোভিড হাসপাতাল ৷ অন্য হাসপাতালে স্থানান্তর করার কথাও বলে ওই হাসপাতাল কর্তৃপক্ষ ৷ হয়রানির শিকার করোনা আক্রান্ত রোগীর পরিবার ৷

ইতিমধ্যেই ঘটনাটি জানানো হয়েছে জেলাশাসক মৌমিতা গোদারাকে ৷ তিনি এ প্রসঙ্গে বলেন , বেড নেই এমনটি হওয়ার কথা নয় । তবে পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details