পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খানাখন্দে ভরা রাস্তা ; একা হাতে সারালেন ট্র্যাফিক OC ! - moynaguri

ময়নাগুড়ি BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা । লেগেই থাকত যানজট । তাই, রাস্তা মেরামতি করতে উদ্যোগ নিলেন হাইওয়ে ট্র্যাফিক OC মোস্তাফা হোসেন ।

একা হাতে সারালেন ট্র্যাফিক পুলিশ

By

Published : Jul 24, 2019, 9:16 PM IST

Updated : Jul 24, 2019, 10:56 PM IST

জলপাইগুড়ি, 24 জুলাই : সাধারণত ট্র্যাফিক পুলিশকে ট্র্যাফিক সামলাতেই দেখা যায় । কিন্তু ট্র্যাফিক পুলিশ রাস্তা মেরামতি করছে, এমন চিত্র সচরাচর চোখে পড়ে না । তবে এই দৃশ্যই চোখে পড়ছে ময়নাগুড়ির রাস্তায় । ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে তিস্তা সেতু পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা । আর সেই রাস্তা মেরামতি করতে নিজে উদ্যোগ নিচ্ছেন হাইওয়ে ট্র্যাফিক OC মোস্তাফা হোসেন । অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা রাস্তা মেরামতির কাজের বরাত পাওয়া সংস্থা ঠিক মতো রাস্তা সংস্কারের কাজ করছে না । তাই হাইওয়ে ট্র্যাফিক OC মেশিন ভাড়া করে নিয়ে এসে নিজেই রাস্তা মেরামতির কাজে নেমে পড়েছেন ।

হাইওয়ে ট্র্যাফিক OC মেশিন ভাড়া করে নিয়ে এসে নিজেই রাস্তা মেরামতির কাজে নেমে পড়েছেন

ময়নাগুড়ি BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা । যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল । লেগেই থাকত যানজট । তাই, আজ মেশিন নিয়ে আসেন মোস্তাফা । কাদার মধ্যে জুতো খুলে রাস্তা মেরামতির কাজের তদারকি শুরু করেন । দীর্ঘক্ষণ ধরে রাস্তা কেটে সমান করার পরেই যান চলাচল স্বাভাবিক হয় । তবে, এই উদ্যোগ নিয়ে বিশেষ কিছু বলতে রাজি নন মোস্তাফা । তাঁর কথায়, "আমরা জনগণের সেবা করি ।"

আজ মেশিন নিয়ে আসেন মোস্তাফা

এবিষয়ে জলপাইগুড়ির DSP (ট্র্যাফিক) দিবাকর দাস বলেন, "সবাই যানজটের জন্য হাত তুলে দিলেও পুলিশ কখনও কোনও লড়াইয়ের ময়দান থেকে হাত তুলে নিতে পারে না । তাই আমরা রাস্তায় নেমে ট্র্যাফিক সামলানোর পাশাপাশি রাস্তা মেরামতির কাজটাও করি । মোস্তাফার কাজে আমরা গর্বিত । প্রতিদিন চেষ্টা করছি রাস্তা যাতে যান চলাচলের জন্য স্বাভাবিক হয় । এমন কী রাতেও আমরা যানজট সামলাতে SP সাহেবকে পাশে পাচ্ছি ।"

BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা

এদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ম্যানেজার প্রদ্যুত দাশগুপ্ত বলেন, "বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না । বৃষ্টি কমলেই আমরা পুরোদমে রাস্তার কাজ শুরু করব ।

"

দীর্ঘক্ষণ ধরে রাস্তা কেটে সমান করার পরেই যান চলাচল স্বাভাবিক হয়
Last Updated : Jul 24, 2019, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details