জলপাইগুড়ি, 24 জুলাই : সাধারণত ট্র্যাফিক পুলিশকে ট্র্যাফিক সামলাতেই দেখা যায় । কিন্তু ট্র্যাফিক পুলিশ রাস্তা মেরামতি করছে, এমন চিত্র সচরাচর চোখে পড়ে না । তবে এই দৃশ্যই চোখে পড়ছে ময়নাগুড়ির রাস্তায় । ধুপগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে তিস্তা সেতু পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা । আর সেই রাস্তা মেরামতি করতে নিজে উদ্যোগ নিচ্ছেন হাইওয়ে ট্র্যাফিক OC মোস্তাফা হোসেন । অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা রাস্তা মেরামতির কাজের বরাত পাওয়া সংস্থা ঠিক মতো রাস্তা সংস্কারের কাজ করছে না । তাই হাইওয়ে ট্র্যাফিক OC মেশিন ভাড়া করে নিয়ে এসে নিজেই রাস্তা মেরামতির কাজে নেমে পড়েছেন ।
ময়নাগুড়ি BDO অফিস মোড়ে জাতীয় সড়কের রাস্তা খানাখন্দে ভরা । যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল । লেগেই থাকত যানজট । তাই, আজ মেশিন নিয়ে আসেন মোস্তাফা । কাদার মধ্যে জুতো খুলে রাস্তা মেরামতির কাজের তদারকি শুরু করেন । দীর্ঘক্ষণ ধরে রাস্তা কেটে সমান করার পরেই যান চলাচল স্বাভাবিক হয় । তবে, এই উদ্যোগ নিয়ে বিশেষ কিছু বলতে রাজি নন মোস্তাফা । তাঁর কথায়, "আমরা জনগণের সেবা করি ।"