জলপাইগুড়ি, 23 মে: মালদায় বাজির গুদামে অগ্নিকাণ্ডের পরেই নড়েচড়ে বসল জলপাইগুড়ির বাজি ব্যবসায়ীরা । তড়িঘড়ি দোকান বন্ধ করে দিতে দেখা গেল তাঁদের । জলপাইগুড়ি জেলা শহরে বেশ কয়েকজন বাজি ব্যবসায়ী রয়েছেন । তাঁরা প্রশাসনিক তৎপরতার আতঙ্কে দোকান বন্ধ করে দিয়েছেন বলে জানান । প্রশাসনের সঙ্গে আলোচনা করেই দোকান খোলার পক্ষে ব্যবসায়ীরা ।
জলপাইগুড়ি শহরের মূলত দিনবাজারেই এলাকাতেই একাধিক বাজির দোকান রয়েছে । দমকল বিভাগ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র নিয়ে তবেই প্রথমে কয়েকটি দোকানে বাজি রাখা হয়েছিল ৷ কিন্তু বর্তমানে পাড়ায় পাড়ায় বিভিন্ন দোকানে বাজি রাখার প্রচলন শুরু হয়েছে, এমনটাই অভিযোগ । জলপাইগুড়িতে বিশেষ করে মহালয়ার দিন ভোরে বাজি ফাটানোর একটা রীতি চালু রয়েছে । পাশাপাশি বাড়ির পুজো, দুর্গাপুজো, কালীপুজো, বিয়েবাড়ি-সহ বিভিন্ন অনুষ্ঠানে বাজি ফাটানোর এখন রেওয়াজ শুরু হয়েছে ।
অভিযোগ, এই সময়ে অবৈধভাবে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয় । এমনকী অসাধু কিছু ব্যবসায়ী ওই নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করেন । পুলিশের তরফে অভিযানও চালানো হয় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে । এগরা ও বজবজ এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এই ঘটনাগুলিতে । মঙ্গলবার মালদার নেতাজি পৌরবাজারে বাবু সাহার বাজির গুদামে আগুন লাগে । তাতে দু'জনের মৃত্যু হয়েছে । সেই ঘটনার পরেই আজ সকালে জলপাইগুড়ির বাজি ব্যবসায়ীরা তাঁদের সব দোকান বন্ধ করে দেন ।