মালবাজার (জলপাইগুড়ি), 9 ডিসেম্বর:মালবাজারে রেললাইন থেকে পর্যটকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বাসিন্দা বাবলু লস্করের দেহ বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি ঘীস রেল ব্রিজের কাছে উদ্ধার করেছে মালবাজার জিআরপি (Tourist Body Recovered from Railway Track in Malbazar) ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে বাবলুকে খুঁজে পাচ্ছিলেন না তাঁর বন্ধু সরিফুল ইসলাম ৷ নিউ মালবাজার জিআরপি বাবলুর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷
নিউ মালবাজার জিআরপি সূত্রে খবর, 4 দিন আগে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে দুই বন্ধু বাবলু লস্কর এবং সরিফুল ইসলাম দার্জিলিং ঘুরতে আসেন ৷ দার্জিলিং ঘুরে তাঁরা জলপাইগুড়ি আসেন ৷ সেখানে মালবাজারে একটি হোটেলে ওঠেন দুই বন্ধু ৷ কিন্তু, গতকাল বিকেল থেকে সরিফুল বাবলুর কোনও খোঁজ পাচ্ছিলেন না বলে পুলিশ সূত্রে খবর ৷ তিনি এ নিয়ে পুলিশে অভিযোগও জানান ৷ গতকাল রাতে ওদলাবাড়ি ঘীস রেল ব্রিজের কাছে বাবলুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে জিআরপি ৷ খবর দেওয়া হয় বাবলুর বন্ধু সরিফুলকেও ৷